বিপিএলে ফাইনালে উঠার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ
লিগ পর্বের শেষ ম্যাচে এসে চলতি বিপিএলের চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিট হাতে পেয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লাকে ছয় উইকেটে হারানোয় খুলনার ম্যাচটি পরিণত হয়েছে কেবলই আনুষ্ঠানিকতায়।
বরিশাল প্লে অফ নিশ্চিত করায় নিশ্চিত হয়ে গেছে কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটরের লাইন আপ। লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর ১২ ম্যাচে জিতেছে নয়টায়। সমান ম্যাচে দুইয়ে থাকা কুমিল্লার জয় আট ম্যাচে।
টপ ফোরের অবশিষ্ট দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা অবশ্য অনেক আগেই সেরা চার নিশ্চিত করেছে। বরিশাল এবং চট্টগ্রাম দুইটা দলই জিতেছে ৭টা করে ম্যাচ। এই চার দল এবার মাঠে নামবে টুর্নামেন্টের ফাইনালে উঠার লড়াইয়ে।
আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর দেড়টায়, এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
একইদিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালফায়ারে মুখোমুখি হবে সাকিবের রংপুর বনাম নারিন-রাসেল-লিটনদের কুমিল্লা। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে। অবশ্য হারলেও ফাইনাল খেলার সুযোগ পাবে অন্য দল। সেক্ষেত্রে পরাজিত দলকে পরীক্ষা দিতে হবে বরিশাল-চট্টগ্রামের ম্যাচে জয়ী দলের বিপক্ষে।
একদিন বিরতি দিয়ে সেই ম্যাচটা হবে ২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। এরপর আগামী পহেলা মার্চ সন্ধ্যা সাতটায় জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে।
এক নজরে প্লে অফ সূচি