নিয়মরক্ষার ম্যাচে পুঁজিটা বড় হলো না খুলনার

নিয়মরক্ষার ম্যাচে পুঁজিটা বড় হলো না খুলনার

ম্যাচে নামার আগেই দুঃসংবাদ পায় খুলনা টাইগার্স। কুমিল্লাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠে ফরচুন বরিশাল। তাতে কপাল পুড়ে খুলনা টাইগার্সের। সিলেটের বিপক্ষে ম্যাচটি হয়ে যায় কেবলই নিয়মরক্ষার। মনোবলটা হয়তো ওখানেই ভেঙে যায় এনামুল হক বিজয়ের দলের। ব্যাট হাতেও যার ছাপ ছিল স্পষ্ট। দুর্বল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনার ইনিংস থেমেছে ১২৮ রানে।

নিয়ম রক্ষার ম্যাচ হলেও এদিন ওপেনিংয়ে নামা এনামুলের সঙ্গী আফিফ হোসেন অবশ্য ঠিকই দলকে টানার চেষ্টা করেছেন। দলকে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে দলের বাকিরা তাকে সঙ্গ দিতে পারেনি সেই অর্থে। একটা সময় তিনিও থেমেছেন ৩৫ বলে ৫২ রান করে। তাতে শেষ হয় খুলনার বড় সংগ্রহের আশা।

মাঝে ওয়েন পার্নেলের ২১ রান বাদে সুবিধা করতে পারেনি দলটির কোনো ব্যাটার। জেসন হোল্ডার, জয় ও সুহানরা কেবলই হতাশ করেছেন দলকে। প্রায় সবাই রানের চেয়ে বল বেশি খেলেছেন। তাতে স্কোরবোর্ডে শক্ত ভিত পায়নি খুলনা। শেষ দিকে রুবেল ও আরিফ আহমেদের কারণে আলআউট হতে না হলেও স্কোরবোর্ডের ভিতটা পোক্ত হয়নি খুলনার। ইনিংস থেমেছে ৮ উইকেটে ১২৮ রানে। অবশ্য এতে কৃতিত্বটা কম নয় সিলেটের বোলারদের। বেনি হাওয়েল ও শফিকুল দু’জনেই ছিলেন যথেষ্ট ইকোনোমিকাল।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
খুলনা টাইগার্স: ১২৮/৮ ;(আফিফ ৫২, পার্নেল ২১; হাওয়েল ৩/১৫, শফিকুল ২/২০)

সম্পর্কিত খবর