জয়ে বিপিএলের ইতি টানল সিলেট
মনে হচ্ছিল চলতি বিপিএলের শেষ ম্যাচে এসে অপূর্ণ ফিফটির দেখাটা পেয়েই যাবেন নাজমুল হাসান শান্ত। সেই মঞ্চটা প্রস্তুত করে ছিলেনও সদ্য তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক হওয়া শান্ত। তবে না শেষ পর্যন্ত হতাশ হতেই হলো তাকে। বাজে সময় পিছু ছাড়ল না বিপিএলে নিজেদের শেষ ম্যাচে এসেও। ফিরতে হলো ৩৭ বলে ৩৯ রান করে। অবশ্য শান্ত ফিরলেও জয় পেতে অসুবিধা হয়নি সিলেট স্ট্রাইকার্সের। খুলনা টাইগার্সের বিপক্ষে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় দিয়েই আসর শেষ করেছে সিলেট।
সিলেটের জয়ের রাস্তাটা অবশ্য প্রশ্বস্থ করে রেখে গিয়েছিল দলটির বোলাররাই। নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনাকে আটকে দিয়েছিল মাত্র ১২৮ রানে। প্লে অফের রেস থেকে বাদ পড়া খুলনার মনোবলটা ভেঙে গিয়েছিল ম্যাচ শুরুর আগেই। দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে ফরচুন বরিশাল প্লে অফ নিশ্চিত করলে।
খুলনার হৃদয় ভাঙার সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে সিলেট। অল্পতে আটকে দিয়ে ব্যাটিং করতে নামলেও অবশ্য সুবিধা করতে পারেনি দলটির দুই ওপেনার। দলীয় ৬ রানেই সাজঘরে ফেরেন দুজনে। এরপর ইয়াসির আলিকে নিয়ে দলকে জয়ের পথ দেখান শান্ত। ছিলেন নিজের প্রথম ফিফটির পথেও। তবে শেষ পর্যন্ত আরিফের বলে স্টাম্প ভাঙে তার। ফিরতে হয় ৩৯ রানে। যেখানে চারের মার মাত্র ২টি। তবে আরও খানিকটা এগোন ইয়াসির। জয়ের অনেকটা কাছে গিয়ে ফেরেন জেসন হোল্ডারের বলে। এর আগে করেন ৪৩ বলে দলীয় সর্বোচ্চ ৪৬ রান। বাকি কাজ সহজেই সারেন অধিনায়ক মিঠুন ও বেনি হাওয়েল।
এর আগে, নিয়ম রক্ষার ম্যাচ ওপেনিংয়ে নামা এনামুলের সঙ্গী আফিফ হোসেন দলকে বড় সংগ্রহ পাইয়ে দিতে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন। তবে দলের বাকিরা তাকে সঙ্গ দিতে পারেনি সেই অর্থে। একটা সময় তিনিও থেমেছেন ৩৫ বলে ৫২ রান করে। তাতে শেষ হয় খুলনার বড় সংগ্রহের আশা।
মাঝে ওয়েন পার্নেলের ২১ রান বাদে সুবিধা করতে পারেনি দলটির কোনো ব্যাটার। জেসন হোল্ডার, জয় ও সুহানরা কেবলই হতাশ করেছেন দলকে। প্রায় সবাই রানের চেয়ে বল বেশি খেলেছেন। তাতে স্কোরবোর্ডে শক্ত ভিত পায়নি খুলনা। শেষ দিকে রুবেল ও আরিফ আহমেদের কারণে আলআউট হতে না হলেও স্কোরবোর্ডের ভিতটা পোক্ত হয়নি খুলনার। ইনিংস থেমেছে ৮ উইকেটে ১২৮ রানে। অবশ্য এতে কৃতিত্বটা কম নয় সিলেটের বোলারদের। বেনি হাওয়েল ও শফিকুল দু’জনেই ছিলেন যথেষ্ট ইকোনোমিকাল।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
খুলনা টাইগার্স: ১২৮/৮ (২০ ওভার) (আফিফ ৫২, পার্নেল ২১; হাওয়েল ৩/১৫, শফিকুল ২/২০)
সিলেট স্ট্রাইকার্স: ১৩০/৪ (১৮ ওভার) (ইয়াসির ৪৬, শান্ত ৩৯; নাহিদুল ১/১১, হোল্ডার ১/১৯)
ফলাফল: সিলেট ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ বেনি হাওয়েল