ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন 

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন 

 

প্রায় চার বছর আগে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন আল আমিন হোসেন। এরপর লাল-সবুজের জার্সিতে তাকে দেখা না গেলেও দেশের ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এই ডানহাতি পেসারের দেখা মিলে প্রায়শই। 

বিপিএলের এবারের আসরেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন একসময়ের জাতীয় দলের টি-টোয়েন্টির অন্যতম নির্ভরযোগ্য এই পেসার। আসরে বল হাতে আল আমিন বেশ ছন্দেই আছেন বলা যায়। তার দল পৌঁছেছে শেষ চারে। সেখানে প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। এই আসর চলাকালীন আরও এক ঘটনার প্রেক্ষিতে আবারও সবার নজরে আল আমিন। আবারও বিয়ে করেছেন তিনি। 

সূত্রমতে, ফারজানা আক্তার প্রীতির সঙ্গে গতকাল (শুক্রবার) বিয়ের পিড়িতে বসেন আল আমিন। কনের বাড়ি কুষ্টিয়া। গতকাল বিয়ে সম্পন্ন হয়ে এই নতুন  আল আমিন-প্রীতি দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে আগামী সোমবার।

আল আমিনের এটি দ্বিতীয় বিয়ে। যুগ খানেক আগে ২০১২ সালের ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন দেশের এই ক্রিকেটার। তবে বিয়ের দশক পেরিয়ে ২০২২ সালে এসে জানা যায় সেই দম্পতির  বৈবাহিক সম্পর্কের তিক্ততা কথা। এতে ইসরাতকে ডিভোর্স দেন আল আমিন। পরবর্তীতে যৌতুক ও নারী নির্যাতনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেছিলেন তার প্রথম স্ত্রী। এ নিয়ে সে বছর বেশ আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন আল আমিন। সে সব ছাপিয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এসে নতুন সংসার বাঁধলেন তিনি। 

 

সম্পর্কিত খবর