রাঁচিতে রুটের ১২২, ইংল্যান্ডের ৩৫৩
সিরিজের প্রথম তিন টেস্টের ৬ ইনিংস মিলিয়ে ৭৭ রান। দেশের সাবেক ক্রিকেটারদের আলোচনাতেও রাঁচি টেস্টে জো রুটের একাদশে থাকা নিয়ে। তবে সব ছাপিয়ে একাদশে রুট। এবং দলের কঠিন অবস্থানে চাপ সামলে সেঞ্চুরি তুলে রান ফেরার দিনে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখলেন এই ইংলিশ তারকা ব্যাটার।
শুরুতে একের পর এক উইকেট হারানোর মিছিলের আরেকপ্রান্ত একাই সামলে রেখেছিলেন রুট। ১১২ রানেই ৫ উইকেট হারানো ইংলিশদের পৌঁছে দিলেন সাড়ে তিনশ পেরোনো সংগ্রহে। প্রথম দিনেই দল যখন ইনিংস শেষের শঙ্কায়, তা শেষ পর্যন্ত গড়াল দ্বিতীয় দিনেও। সেখানে প্রথম সেশনে এসে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয় ৩৫৩ রান।
সাদা জার্সির ক্যারিয়ার ৩১তম সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত ১২২ রান অপরাজিত ছিলেন রুট। ২৭৪ বল খেলে সেখানে মেরেছেন ১০টি চার। এদিকে রুটকে এই পথে এগোতে যোগ্য সঙ্গ দিয়েছেন সিরিজে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়া ওলি রবিনসন। নয়ে নেমে এই ব্যাটার করেছেন ৯৬ বলে ৫৮ রান।
আগের দিনে চরাই-উতরাই শেষে ৯০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান তুলে দিন শেষ করে বেন স্টোকসের দল। দ্বিতীয় দিনের শুরুতেও সাবলীল ব্যাটিংয়ে আশা জাগাচ্ছিল আরও বড় সংগ্রহের। তবে তা ভাটা পড়ল জাদেজার স্পিন ঘূর্ণিতে। শেষ ৬ রানেই বাকি ৩ ব্যাটারও ফেরেন সাজঘরে। ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাদেজা, এবং আকাশ নেন ৩ উইকেট।
এদিকে প্রথম দিনটা নিজেদের করতে না পেরে দ্বিতীয় দিনের শুরুতে ম্যাচে ফিরেছে ভারত। তবে ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খেল স্বাগতিকরা। তৃতীয় ওভারেই জেমস অ্যান্ডারসনের বলে আউট হন অধিনায়ক রোহিত শর্মা (২)। সেই চাপ সামলে নিতে ২২ গজে এখন ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেটে ভারতের সংগ্রহ ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: (রাঁচি টেস্ট)
প্রথম ইনিংস:
ইংল্যান্ড: ৩৫৩ (১০৪.৫ ওভার) (রুট ১২২, রবিনসন ৫৮, ফোকস ৪৭; জাদেজা ৪/৬৭, আকাশ ৩/৮৩)