জয়সওয়াল রানে ভাসছেন, রাঁচিতে লড়ছে ভারত

জয়সওয়াল রানে ভাসছেন, রাঁচিতে লড়ছে ভারত

ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত ৪ উইকেটে ১৩১। দ্বিতীয় দিনের চা বিরতির সময় রাঁচি টেস্টে ভারত পিছিয়ে ছিল ২২২ রানে। তবে রান তোলার গতিতে যেভাবে সামনে বাড়ছে ভারত তাতে ইংল্যান্ডের ৩৫৩ রানকে খুব দুরের কিছু মনে হচ্ছে না। স্বাগতিকদের সেই স্বস্তি দিচ্ছে ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট। যথারীতি রাঁচি টেস্টেও রান উৎসবে মেতেছেন তিনি। চা বিরতির সময় ভারতের ১৩১ রানের মধ্যে তার একারই রান অপরাজিত ৫৪। তবে ইংল্যান্ডের জন্য সুখবর বয়ে আনছে রাঁচির উইকেট। ভালো স্পিন ধরছে উইকেটে। যে চার উইকেট হারিয়েছে ভারত তার মধ্যে তিনটিই স্পিনে। ইংল্যান্ডের এই স্পিন পরীক্ষায় ভারতের ব্যাটিং কিভাবে মোকাবেলা করে তারওপরই মুলত টিকে থাকছে এই টেস্টে ভারতের পাস ফেলের হিসেব।

দ্বিতীয় দিনের সকালের সেশনে ইংল্যান্ডের ইনিংস থামে ৩৫৩ রানে। একপ্রান্ত আঁকড়ে রেখে খেলার জো রুটের কৌশলে ইংল্যান্ড প্রথম ইনিংসে সাড়ে তিনশ রান তুলতে পারে। চলতি সিরিজে পেছনের তিন টেস্টে ব্যাটার হিসেবে জো রুট ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যর্থতার নাম। একাদশ থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিল তার। রাঁচি টেস্টে তার সেঞ্চুরি তাকে বাঁচালো। একাই টেনে নিয়ে গেলেন পুরো দলের ইনিংস। দলের ৩৫২ রানের মধ্যে রুটের ব্যাট হাসলো অপরাজিত ১২২ রানে।

জবাবি ইনিংসে ভারতের শুরুটা ভালো হয়নি। রোহিত শর্মা ২ রানেই আউট। জেমস অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত। শুভমান গিলকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর সেই সঙ্কট কাটিয়ে উঠেন জয়সওয়াল। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮২ রান। লাঞ্চের পর শোয়েব বশিরের বলে শুভমান গিল এলবিডব্লু হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গিল। ৩৮ রানে শেষ হয় তার ইনিংস। এই সেশনে রজত পাতিধার ও রবিন্দ্র জাদেজার উইকেট হারিয়ে ভারতের মিডলঅর্ডার টলমলো হয়ে পড়ে। কিন্তু একপ্রান্ত আঁকড়ে ঠিকই লড়ে যান যশওয়াল। চা বিরতির পর সঙ্গী হিসেবে পান সরফরাজ খানকে।

চলতি সিরিজে এখন পর্যন্ত চার টেস্টেই জয়সওয়ালের পারফরমেন্স দুর্দান্ত। দুটি ডাবল সেঞ্চুরি। দুটি হাফসেঞ্চুরি নিয়ে সিরিজে তার রান ৬০০’র বেশি। সামনের সময়ে সেই সঞ্চয় আরো সমৃদ্ধ হচ্ছে সন্দেহ নেই।

সম্পর্কিত খবর