কুমিল্লা যেন বিপিএলের রিয়াল মাদ্রিদ!

প্লে অফের পাওয়ারহাউজ- ১
কুমিল্লা যেন বিপিএলের রিয়াল মাদ্রিদ!

প্রথম ম্যাচে হার। তাও আবার দুর্দান্ত ঢাকার কাছে, নাম বদলালেও তারা মোটাদাগে আগের আসরের দলটাই, যারা বিপিএলের তলানীতে থেকে মৌসুম শেষ করেছিল। এরপর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘স্যার বলছিল, আমরা প্রথম ম্যাচ এমনেই হেরে যাই। আর হারলেই নাকি স্যারের জন্য লাকি।’
শুরুতে হার, এরপর একটু একটু করে ছন্দে ফেরা, শেষ দিকে মরণকামড় দেওয়া। বিপিএলে আর সবাই যেমন তেমন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই প্যাটার্নটা তো বেশ চেনাই! চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যেমন, বিপিএলে যেন তেমনই কুমিল্লা!
এবারও দেখা মিলল সেই একই দৃশ্যের। শুরু ওই হারের পর আট ম্যাচের সাতটিই জিতল দলটা। প্লে অফ নিশ্চিত হয়ে গেছে ওখানেই। এরপর আরও একটা ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত করে ফেলেছে তারা।
গেল আসরের সঙ্গে এবারের আসরের কুমিল্লাতে পার্থক্য খুব একটা নেই। বড় পার্থক্য যদি থেকে থাকে, তাহলে সেটা অধিনায়কত্বে। ইমরুল কায়েসের জায়গায় লিটন দাসকে অধিনায়কত্বে দেখা যাচ্ছে এবার। তবে এ ছাড়া খুব একটা পরিবর্তন নেই দলে। মৌসুমের শুরুতে মোহাম্মদ রিজওয়ান, আমির জামালরা খেলে গেছেন দলটিতে। এরপর শেষ দিকে এসেছেন মইন আলী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা। যে যখন আসছেন, দলে অবদান রাখছেন ভালো।
দেশীয় ক্রিকেটার লিটন তো আছেনই, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলামরা আছেন দলে। পারফর্মও করছেন বেশ। সব মিলিয়ে এবারও সেরা দুইয়ে থেকেই প্লে অফ নিশ্চিত করেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দল।
প্রথম কোয়ালিফায়ারে আগামী ২৬ ফেব্রুয়ারি রংপুরের বিপক্ষে খেলবেন লিটন দাসরা। এবারও শিরোপারই লক্ষ্য কুমিল্লার। তার প্রথম ধাপটা নিশ্চয়ই প্রথম কোয়ালিফায়ারেই সেরে রাখতে চাইবেন লিটনরা!

প্লে অফের সম্ভাব্য একাদশ–
লিটন দাস, সুনীল নারাইন, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মইন আলী, আন্দ্রে রাসেল, জাকের আলী, তানভীর ইসলাম, রিশাদ হোসাইন, মুশফিক হাসান, ম্যাথিউ ফোর্ড

সম্পর্কিত খবর