রাঁচিতে ইংল্যান্ডের দাপট, ভারত পিছিয়ে ১৩৪ রানে
ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত ২১৯। এখনো ১৩৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। রাঁচি টেস্টের দ্বিতীয় দিন শেষের সমীকরণ এটি।
হিসেব জানাচ্ছে এই টেস্টে এখন পর্যন্ত এগিয়ে আছে ইংল্যান্ড। এবং বেশ ভালোভাবেই এগিয়ে আছে তারা। উইকেটে স্পিন ধরছে বেশ। ভারতের আউট হওয়া ৭ ব্যাটারের মধ্যে ৬ জনই কাটা পড়েছেন স্পিনে। যেভাবে এবং যে গতিতে এই টেস্ট সামনে বাড়ছে তাতে বাকি সময়টায় স্পিনারদের দাপটই দেখতে হবে সম্ভবত।
প্রথম ইনিংসে ভারতের ব্যাটারদের মধ্যে ওপেনার যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি কেউ ইংল্যান্ডের স্পিনের তেমন যুতসই কোনো জবাব দিতে পারেননি। জয়সওয়াল যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল সিরিজে আরেকটি সেঞ্চুরি তার হয়েই যাচ্ছে। কিন্তু ৭৩ রানের সময় শোয়েব বশিরের নিচু হয়ে আসা একটা বল পেছনের পায়ে খেলতে গিয়ে বিপদ বাধিয়ে বসেন তিনি। বল তার ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙ্গে দেয়।
জয়সওয়ালের ফিরে আসার পর দিনের শেষ সেশনে ভারতের আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। সরফরাজ খান উইকেটে টিকেছিলেন বেশ লম্বা সময় ধরে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনিও। ৫৩ বলে ১৪ রান করেন তিনি।
শেষের দিকে ধ্রুব জুরেল ও কুলদীপ যাদবের ব্যাটিং দৃঢ়তায় ভারত কিছুটা সাহস পাচ্ছে। জুরেল ও কুলদীপ অষ্টম উইকেট জুটিতে হার না মানা ৪২ রান যোগ করেন।
গোটা দিনে ইংল্যান্ড চারজন বোলারকে ব্যবহার করে। পেসার জেমস অ্যান্ডারসন ভারতের ইনিংসের শুরুতে রোহিত শর্মাকে ফেরান।
দিনের বাকি সময়টায় উইকেট নিয়ে উৎসবে মাতেন ইংল্যান্ডের স্পিনাররা। এই তালিকায় শোয়েব বশির ছিলেন সবচেয়ে সফল। ৪ উইকেট পান তিনি। এর মধ্যে জয়সওয়ালের প্রাইজ উইকেটও রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩/১০ ( জো রুট ১২২*, জাদেজা ৪/৬৭)। ভারত ১ম ইনিংস: ২১৯/৭ ( জয়সওয়াল ৭৩, গিল ৩৮, শোয়েব বশির ৪/৮৪)