বিপিএলের সময়ে কখনো টিভি বন্ধ করে দেই, বলছেন বাংলাদেশ কোচ!

বিপিএলের সময়ে কখনো টিভি বন্ধ করে দেই, বলছেন বাংলাদেশ কোচ!

বিপিএল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভীষণ গর্বিত। এই টুর্নামেন্টের মান মর্যাদা নিয়ে সন্তুষ্ট বিসিবি। সময় সুযোগ পেলেই বিসিবির কর্তারা গলা ফুলিয়ে বলেন বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে বিপিএলের অবস্থান দ্বিতীয়-স্থানে। ভারতের আইপিএলের পরই নাকি বিপিএলের অবস্থান, মর্যাদা।

তবে বিসিবির এই বিশ্বাসের সঙ্গে মোটেও একমত নন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি সাফ জানিয়েছেন, ‘আমাদের যথাযথ কোনো টি- টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে হয়তো কিছুটা আজব লাগছে কিন্তু আমি বিপিএল দেখি তখন কখনো কখনো টিভির সুইচ বন্ধ করে দেই! এই টুর্নামেন্টে খেলা কিছু খেলোয়াড় মোটেও কোনো মানের নয়। এমন অকার্যকর টি-টোয়েন্টি পদ্ধতির বিষয় আমার অনেক কিছু বলার আছে।’

বিপিএল যে প্রক্রিয়ায় চলে এবং এই টুর্নামেন্টের মানের বিচার, উইকেট ইত্যাদি নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠেছে। তবে এমনতর সমালোচনা প্রকাশ্যে যখন বোর্ডেরই কোনো চাকরিজীবী করবেন তখন বিসিবির মান ইজ্জত আর থাকলো কই?

বিপিএল নিয়ে কোচ হাথুরুসিংহের এমন বিরূপ সমালোচনার বিসিবিরও নজরে এসেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবি ক্ষুব্ধ। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক জানান, কোচের এই মন্তব্যটা আমাদের নজরে এসেছে। আমরা তাকে এই বিষয়ে প্রশ্ন করবো। কেন তিনি এমন কথা বললেন সেটা তার কাছ থেকে জানতে চাওয়া হবে। তার কাছে আমাদের আরো অনেক ইস্যু আছে। আমরা তার কাছ থেকে সেগুলোর উত্তর খুঁজবো। বিপিএল নিয়ে তার এহেন সমালোচনার কারণ কি সেটাও এখন এজেন্ডায় যুক্ত হলো।

বিপিএলের সমালোচনা করতে গিয়ে কোচ হাথুরুসিংহে যা বলেছেন সেখানে তেমন নতুন কিছু নেই। এমন অব্যবস্থাপনা আগেও ছিল। সমালোচনাও আগে হয়েছে। খুব বেশিদূরে যাওয়ার প্রয়োজন নেই। গতবারের বিপিএল শুরুর আগে খোদ সাকিব আল হাসান কি বলেছিলেন সেটা একটু শুনে নেই।


প্রশ্ন: বিপিএল কেমন টুর্নামেন্ট, আপনার মন্তব্য কি?

সাকিবের উত্তর: এটা যা তা টুর্নামেন্ট। আমাকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিলে পুরো বদলে ফেলবো।
একবছর আগে সাকিব যা বলেছিলেন সেটাই বছরবাদে এসে কোচ হাথুরুসিংহে বললেন আরেকবার।

লম্বা ছুটি কাটিয়ে কোচ হাথুরুসিংহে ঢাকায় ফিরেছেন। সামনের মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে। ঢাকায় ফিরে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাতকারে অনেক কথা বলেছেন হাথুরুসিংহে। সেই সাক্ষাতকারে বিপিএলকে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন।

হাথুরুসিংহে বলেন, আমার মনে হয় এই টুর্নামেন্ট নিয়ে আমাদের জন্য আমাদের বোর্ডের কিছু করার প্রয়োজন রয়েছে। এমনকি আইসিসির কিছু করার প্রয়োজন রয়েছে। কিছু বিধিবিধান অবশ্যই থাকা প্রয়োজন। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, দেখা গেল সে সঙ্গে সঙ্গে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা তো সার্কাসের মতো হয়ে গেল! খেলোয়াড়রা হয়তো সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। এমনভাবে চলতে থাকলে লোকে আগ্রহ হারিয়ে ফেলবে। আমি তো আগ্রহ হারিয়ে ফেলেছি।

বিপিএলের ম্যাচগুলোতে বাংলাদেশি খেলোয়াড়দের বেশি সুযোগ দেওয়ার বহু চর্চিত বিষয়টিও তুলে ধরেন কোচ হাথুরুসিংহে। তিনি বলেন, আমাদের এমন টুর্নামেন্ট প্রয়োজন যেখানে ব্যাটিং অর্ডারের শীর্ষ তিনে বাংলাদেশি খেলোয়াড়রা সুযোগ পায়। একই ভাবে ডেথ ওভারেও বাংলাদেশের বোলাররা বোলিংয়ের সুযোগ যেন পায়। যদি সেটা না হয় তাহলে এ বিষয়গুলো আমরা আর কোথায় শিখবো। টি- টোয়েন্টিতে আমাদের মাত্র একটা টুর্নামেন্ট আছে। আমার আদর্শ উপদেশ হলো বিপিএলের আগে আরেকটি টি- টোয়েন্টি টুর্নামেন্ট করা। মানতেই হবে যে ফ্র্যাঞ্চাইজি তাদের ইচ্ছে অনুযায়ী যা কিছু করতে পারে। আমার কিছু সেরা খেলোয়াড় তো বিপিএলে খেলছে না। সেক্ষেত্রে কিভাবে আপনি আশা করেন অন্য দলের সঙ্গে বাংলাদেশ দল পেরে উঠবে? আমি তো পুরো খাঁড়া ঢাল বেয়ে উঠার যুদ্ধ করছি!’

সম্পর্কিত খবর