তামিম কেন অবসর নিয়েছিলেন হাথুরুসিংহে এখনো জানেন না

তামিম কেন অবসর নিয়েছিলেন হাথুরুসিংহে এখনো জানেন না

তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন না লম্বা সময় ধরে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন তিনি গত বছরের ২৩ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। মান-অভিমান জিইয়ে রেখে বিশ্বকাপ খেলেননি। বিশ্বকাপের পরেও জাতীয় দলে ফিরেননি। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

পরিস্থিতি যা তাতে দিন কয়েকের মধ্যে তিনি হয়তো আর্ন্তজাতিক ক্রিকেট থেকে নিজের অবসর নেওয়ার চুড়ান্ত ঘোষণা দিতে পারেন। এটি হবে তার দ্বিতীয়বারের মতো অবসর যাওয়ার ঘোষণা। গত জুলাইয়ে মান-অভিমানের প্রথম পর্বে তিনি হঠাৎ করে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই ঘোষণা প্রত্যাহার করেন। চব্বিশ ঘন্টা স্থায়ী হয়েছিল তার সেই দফা অবসরের ঘোষণা।

তামিম ইকবালের সেবারের অবসর ঘোষণার অনেক কারণের মধ্যে একটা ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচের সঙ্গে তৎকালিন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বনিবনা মোটেও হচ্ছিল না। সেই লড়াইয়ে বোর্ডও তখন কোচের পক্ষে ছিল। তবে তামিমের অবসর এবং তার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের বিষয়টি কোচ চন্ডিকা হাথুরুসিংহে কখনো স্বীকার করেননি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে সর্বশেষ সাক্ষাতকারেও তামিম ইকবাল প্রসঙ্গে সেই একই কথা বললেন হাথুরুসিংহে।

চলুন শুনে আসি সেই আলাপ।

প্রশ্ন: আফগানিস্তান সিরিজের সময় তামিম ইকবালের সঙ্গে আপনার কি ঘটনা ঘটেছিল?
হাথুরুসিংহে: কি ঘটনা ঘটেছিল? আমি তো উল্টো তোমাকে প্রশ্নটা করছি। কি ঘটেছিল? আমি আগেভাগে কোনো কিছুই তো শুনিনি। সত্যি বলতে কি, আমি আজও জানি না কেন ও সেই সিদ্ধান্ত (অবসর নেওয়ার) নিয়েছিল।

প্রশ্ন: আপনি কি তারপর থেকে তার সঙ্গে কথা বলেছেন?
হাথুরুসিংহে: না।

প্রশ্ন: বোর্ড কি আপনাদের মধ্যে আলোচনার কোনো উদ্যোগ নিয়েছিল?
হাথুরুসিংহে: দেখুন, সে অবসর নিয়েছিল এবং পুরো বিষয়টার তীব্রতা এতবেশি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আমাদের আর করার কিছুই ছিল না। আমি সবসময়ে বলে আসছি আমার ফোকাস হলো দল। কোনো একজন কিন্তু কখনোই দলের চেয়ে বড়কিছু নয়।

প্রশ্ন: এসব ঘটনা কি ২০২৩ বিশ্বকাপে কোনো প্রভাব ফেলেছে?
হাথুরুসিংহে: অধিনায়কত্বে বড় বদল এসেছে। এটা অবশ্যই দলের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করেছে। বিশ্বকাপের জন্য অন্যান্য দলগুলো সাধারনত তিন বছর ধরে পরিকল্পনা করে। আর তখন বিশ্বকাপের আগেভাগে এমনসব ঘটনা নিশ্চয়ই কিছুটা প্রভাব তো রাখবেই। ইবাদতের ইনজুরিটা আমাদের জন্য বড় সমস্যা তৈরি করে। বিশ্বকাপের অমন উইকেটে আমরা তার বোলিং মিস করেছি।

সম্পর্কিত খবর