ভারতীয় তরুণ ক্রিকেটারদের প্রশংসায় সাবেক ইংলিশরা
রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে ভারত। তাতে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করেছে রোহিত শর্মার দল। তাতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘতর হয়েছে ইংল্যান্ডের। সবশেষ ২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
তবে এ দফায় সিরিজ জয়ের স্বপ্নটা বেশ ভালোভাবেই দেখেছিল ইংলিশরা। প্রথম টেস্টেই তুলেছিল দারুণ এক জয়। ভারতীয় এক ঝাঁক অভিজ্ঞ তারকা ক্রিকেটারদের না থাকাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ভাগিয়ে নিতে চেয়েছিল সিরিজটাও। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি এই সিরিজে অভিষেক হওয়া ক্রিকেটাররা। দায়িত্ব নিয়ে দলকে সিরিজ জিতিয়েছেন সরফরাজ খান ও ধ্রুব জুরেলরা।
আগের টেস্টে সরফরাজ আর রাঁচি টেস্টে ভারতের জয়ের নায়ক জুরেল। সঙ্গে অভিষিক্ত বোলার আকাশ দীপও নিজের কাজটা করেছেন ঠিকভাবেই। দলের সিনিয়র ক্রিকেটারদের প্রভাব বুঝতেই দেননি দলকে। যা মুগ্ধ করেছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের। একই সঙ্গে এই ক্রিকেটারদের প্রশংসা করতে ভুলেননি ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও।
ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘আমার মনে হয়, এই সিরিজটি শুধু আমাদের জন্যই নয়, ভারতের জন্যও। তাদের অনেক প্রতিভা বেরিয়ে এসেছে। আমি একজন ক্রিকেট ভক্ত, আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। আর এই সিরিজে আমি কিছু তরুণ, অনভিজ্ঞ খেলোয়াড়কে বেরিয়ে আসতে দেখেছি। যা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য দুর্দান্ত।’
ভারতীয় তরুণ ক্রিকেটারদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক নাসের হুসেইন। তিনি বলেন, ‘ইংল্যান্ড আজ হারেনি। তারা গতকাল হেরেছে। তবে ভারত যেভাবে পুরো সিরিজ জুড়ে খেলেছে তার জন্য তারা কৃতিত্বের যোগ্য। সত্যি কথা বলতে ভারতে তারকা নয় এমন ক্রিকেটারদের একটি দীর্ঘ তালিকা রয়েছে যারা তারকাদের অনুপস্থিতে সফল হয়েছে।’
ভারতীয় তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার মাইকেল ভন। তিনি বলেন, ‘এই টেস্টে ভারতের পাঁচজন বিশ্ব-মানের খেলোয়াড় অনুপস্থিত ছিল। এরপর তারা খুব গুরুত্বপূর্ণ টসে হেরেছে এবং প্রথম ইনিংসে পিছিয়ে ছিল। এরপর সেখান থেকে ম্যাচ জয়। যা এই দলের ভবিষ্যতের জন্যও একটি অবিশ্বাস্য জয়।’