বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য, পাপনের কাঠগড়ায় হাথুরু
বিপিএলের লিগ পর্ব শেষে জমে উঠেছে প্লে অফের লড়াই। শিরোপা উঠবে কার হাতে তাই নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। তবে সেই আলোচনা ছাপিয়ে একদিন আগেই সংবাদের শিরোনাম বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বিপিএলের মাঝ পথে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে তার কাছে ‘সার্কাস’ মনে হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টে চলা ম্যাচগুলো নিয়ে নিজের আগ্রহ সম্পর্কে এই লঙ্কান কোচ বলেন, খেলা দেখার আগ্রহ হারিয়ে টিভি বন্ধ করে দেন তিনি। এছাড়াও টুর্নামেন্টে খেলা বেশকিছু খেলোয়াড়কে যোগ্য মনে হয়নি তার।
হাথুরুর এমন কথা বেশ প্রভাব ফেলেছে দেশের ক্রীড়াঙ্গনে। সংবাদ হয়েছে বিদেশি গণমাধ্যমগুলোতেও। তাতে ক্ষুণ্ণ হয়েছে টুর্নামেন্টের ভাবমূর্তি। যা নিয়েই এবার চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। সোমবার গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি। আগে হাথুরুর করা মন্তব্যটি নিজে পড়তে চান বলে জানান পাপন। এরপর সেটা ঠিক থাকলে কার কাছ থেকে অনুমতি নিয়ে মন্তব্য করেছেন হাথুরু, সেটা জানার পর নিতে চান কঠিন অ্যাকশন।
বিপিএল ইস্যুতে মন্তব্য করার আগে হাথুরু কারো কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা বা বিসিবি এই ব্যাপারে জানে কিনা- এমন প্রশ্নে পাপন বলেন, ‘প্রথমত, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে, একটা জিনিস স্পষ্ট। একটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই ধরণের কোনো মন্তব্য করা কারো পক্ষেই সম্ভব নয়, পূর্ব অনুমতি ছাড়া। বিশেষ করে এই ধরনের যারা আছেন কোচ, নির্বাচক, প্লেয়ার্সদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে মিডিয়াতে কথা বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’
হাথুরুর বিষয়ে কোনো ধরনের অ্যাকশনে যাবে কিনা বিসিবি এমন প্রশ্নে পাপন বলেন, ‘সে কি বলেছে সেটা আসলে আগে আমাকে জানতে হবে। সে কি বলেছে সেটা যদি না জানি তবে মন্তব্য করা কঠিন। আমি এখনই যাচ্ছি আবার বিসিবিতে। এটা নিয়ে বসব। বোর্ডের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিনা। আর যদি না হয়ে থাকে তবে এটা (ইন্টারভিউ) কেন দেওয়া হলো, বিশেষ করে টুর্নামেন্ট চলাকালীন। কাজেই এই জিনিষগুলো না জেনে আমি মন্তব্য করতে চাচ্ছি না।’
পাপন আরও বলেন, ‘সে কি বলেছে আসলে দেখতে হবে, অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেক জনের ভাবনা একের রকম। একই জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে সে কাকে দোষ করছে সেটা আগে আমার জানা দরকার। কেন তার মনে হয়েছে দেখতে ইচ্ছে করছে না বা টেলিভিশন অফ করে দিচ্ছি। এই ধরণের কথাবার্তা। এর পেছনে কারণটা কি? সেটা আসলে আমার একটু জানার দরকার। একবার একটু পড়ে নেই তাহলে আসলে আমার বলতে সুবিধা হবে। না পড়ে আসলে বলা কঠিন।’
হাথুরুর এমন মন্তব্য বিসিবির নিয়মের পরিপন্থী কিনা; আর সেটা হলে তাকে নিয়ে বিসিবির ভাবনা কি। এমন প্রশ্নে পাপন বলেন, ‘আমরা দেখব সে বিসিবির নিয়ম ভঙ্গ করেছে কিনা। আর সেটা হলে সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আরেকটা জিনিষ দেখতে হবে সে এমন কিছু বলেছে কিনা যেটা কিনা বাংলাদেশ ক্রিকেটের জন্য আর সেটা যেই লেভেলেই হোক ঘরোয়া ক্রিকেট হোক, আমাদের খেলোয়ার হোক কিংবা বিসিবি হোক তা নিয়ে সে এমন কোনো মন্তব্য করেছে কিনা যা কিনা নেতিবাচক বার্তা বহন করে। আর সেটা হলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে। আর তাকে অবশ্যই শোকজ করা হবে।’