প্রথমবার বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল, চূড়ান্ত স্কোয়াড

প্রথমবার বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল, চূড়ান্ত স্কোয়াড

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী দল। সফরে খেলবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। যা সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেই দলটিকে নেতৃত্ব দেবেন অ্যালিসা হিলি।

এই সফরে বাদ পড়েছেন জেস জোনাসেন। তবে বাদ পড়লেও অজি প্রধান নির্বাচক শন ফ্লেলার প্রয়োজনে এই স্পিনারকে ফেরানোর ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছেন। তবে জোনাসেন বাদ পড়লেও ফেরানো হয়েছে টেলা ভ্লেমিঙ্ককে। দুই বছরের বেশি সময় পর দলে ফিরেছেন তিনি।

মূলত, মিরপুরের উইকেট বিবেচনায় নিয়ে দলে বাড়তি স্পিনার রেখেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার অ্যাশ গার্ডনারসহ এই দলে আরও তিনজন স্পিনার রয়েছেন। যারা মিরপুরের উইকেটে বাংলাদেশকে বিপদে ফেলবে বলে মনে করছে অস্ট্রেলিয়া।

চলতি বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে বাংলাদেশ। যা মাঠে গড়াবে সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি। মূলত, সে কারণেই বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে চায় অজিরা। অজিদের সফর শুরু হবে আগামী ২১ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনাক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টেলা ভ্লেমিঙ্ক।

সম্পর্কিত খবর