আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শঙ্কা শামিকে নিয়ে
কেবল বিশ্বকাপটাই জেতা হয়নি মোহাম্মদ শামির। নয়তো দেশের মাটিতে বল হাতে যেই কীর্তি তিনি গড়েছেন; তা দীর্ঘদিন মনে রাখবে ভারত। টুর্নামেন্টে সাত ম্যাচে মাঠে নেমে ১০.৭০ গড়ে ও ১২.২০ স্ট্রাইক রেটে ২৪ উইকেট শিকার করেছেন শামি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। যার সুবাদে পরবর্তীতে অর্জুন পুরস্কারও পেয়েছেন শামি। সেই তাকে নিয়েই এবার দেখা দিয়েছে শঙ্কা।
একদিন আগেই জানা গিয়েছিল অ্যাকিলিস টেন্ডনে অস্ত্রোপচার কারায় মোহাম্মদ শামিকে দেখা যাবে না আসন্ন আইপিএলে। এবার জানা গেছে শামির মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হতে পারে। জুনে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও শামিকে মাঠে দেখা নাও যেতে পারে। তারকা এই পেসারকে নিয়ে এমন শঙ্কার কথা জানিয়েছে ক্রিকইনফো।
শামি অবশ্য দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে রয়েছেন। বিশ্বকাপ ফাইনালের পর থেকেই মাঠের ক্রিকেটে দেখা যায়নি তাকে। দক্ষিণ আফ্রিকার সফরের জন্য স্কোয়াডে থাকলেও পরে গোড়ালির চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করেন শামি। এরপর দীর্ঘদিন বিশ্রাম নিলেও খুব একটা কাজ হয়নি। পরে গত সোমবার লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন শামি।
যার ফলে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। ফলে গুজরাট টাইটান্সের হয়ে শামিকে মাঠে দেখা যাবে না আসন্ন আইপিএলে। হার্দিক পান্ডিয়ার মুম্বাইয়ে চলে যাওয়া ও শামির না থাকা বেশ চাপেই ফেলে দিয়েছে গুজরাট অধিনায়ক শুভমান গিলকে।