ফাইনালে খেলতে বাধা নেই মুস্তাফিজের

ফাইনালে খেলতে বাধা নেই মুস্তাফিজের

বিপিএলের গ্রুপ পর্ব শেষ দিকে চলে এসেছে তখন। ঠিক এই সময় এসে অনুশীলনে মাথায় আঘাত পেয়ে বসেন মুস্তাফিজুর রহমান। লেগেছিল পাঁচ সেলাই। শঙ্কা ছিল এবারের বিপিএলে আর তার খেলা নিয়েও। তবে এবার জানা গেল, ফাইনালে খেলতে পারবেন তিনি। 

তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনাল নিশ্চিত করেছে গতকাল। লিটন দাস আর তাওহীদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ে ভর করে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে হ্যাটট্রিক শিরোপার দুয়ারে চলে গেছে দলটি। 

এই ফাইনালের আগে বড় একটা সুসংবাদ পেয়েছে কুমিল্লা। ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন মুস্তাফিজ। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ নিউরো সার্জন এবং বিসিবির সঙ্গে আলোচনা করে এক বিবৃতিতে জানিয়েছিল, হাসপাতাল থেকে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেয়ার ছাড়পত্র পেয়ে গেছেন মুস্তাফিজ। 

এবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও ইঙ্গিত দিলেন খেলার। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মুস্তাফিজের সেলাই ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে। এমনকি খেলতেও বাঁধা নেই আর তার সামনে। 

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনি ভালো পারফর্ম করেছেন। চলতি মৌসুমে কুমিল্লার পক্ষে ৯ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। ফাইনালে তার মতো অভিজ্ঞ একজনকে পেয়ে যাওয়ায় কুমিল্লাও খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলবে এখন। 

সম্পর্কিত খবর