বিপিএলের মাঝেই নতুন কোচের ঘোষণা দিল বিসিবি
বিপিএলের দামামা বেজে চলেছে। দ্বিতীয় কোয়ালিফায়ার আগামীকাল বুধবার সন্ধ্যায় মাঠে গড়াবে। ঠিক এই সময় এসে বিসিবি নতুন দুই কোচকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হেম্প আর নতুন বোলিং কোচ হয়েছেন আন্দ্রে অ্যাডামস।
আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। সেখানে আরও বলা হয়েছে, দুই কোচের সঙ্গেই দুই বছরের চুক্তি হয়েছে। আসছে শ্রীলঙ্কা সিরিজ থেকে জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন তারা।
হেম্প অবশ্য বাংলাদেশের ক্রিকেটে নতুন কেউ নন। গেল বছরের মে মাসে বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। শান্তদের ব্যাটিং কোচ হিসেবেও তার অভিজ্ঞতা আছে। গেল বছর জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ইসিবির লেভেল-৪ কোচিং সার্টিফিকেটধারী হেম্প প্রথম শ্রেণীর ক্রিকেটের ১৫ হাজারের বেশি রানের মালিক। খেলোয়াড়ি জীবনে বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে খেলেছেন হেম্প। পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী হেম্প।
বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া আন্দ্রে অ্যাডামস অবশ্য বাংলাদেশে আসবেন নতুন একজন হিসেবে। কোচ হিসেবে অবশ্য তার সিভি বেশ ভারি। নিউজিল্যান্ডের জার্সিতে সব ফরম্যাট ৪৭ ম্যাচ খেলেছেন। বোলিং কোচ হিসেবে কাজ করেছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল হোয়াইট ফার্নসের সঙ্গে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে কিইউদের বোলিং কোচ এবং ২০২২-২৩ ক্রিকেট মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে কোচ হিসেবে আরও সমৃদ্ধ করেছে।
উল্লেখ্য, আগামী ৪ মার্চ শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হবেন হেম্প এবং অ্যাডামস।