সাকিব-তামিম ইস্যুকে পাত্তা দিচ্ছেন না কোনো কোচই

সাকিব-তামিম ইস্যুকে পাত্তা দিচ্ছেন না কোনো কোচই

সাকিব আল হাসান আর তামিম ইকবালের মুখোমুখি অবস্থান শেষ এক বছর ধরেই টক অফ দ্য টাউন। নানা সময় নানা কারণে দুইজন আলোচনায় এসেছেন এই অবস্থানের কারণে। এলেন এবারের বিপিএলেও। সাকিবের বিদায়ের পর তামিম ইকবালের উদযাপন আবারও আলোচনায় নিয়ে এলো দুজনকে। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই দুইজন আবারও মুখোমুখি। মাঠের ক্রিকেটের বাইরে এই দুইজনকে নিয়েও আলোচনা হচ্ছে বেশ। কোয়ালিফায়ারের আগে দুজনকে নিয়ে অবধারিতভাবেই প্রশ্ন ধেয়ে গেল দুই কোচের কাছে। 

রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম বিষয়টা উড়িয়েই দিয়েছেন। জানিয়েছেন, তার ভাবনা স্রেফ তার দল নিয়েই। বললেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স, দলের প্লেয়ার এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নাই।’

এর আগে অনেকটা এই সুরেই কথা বলে গেলেন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। বললেন, ‘আমরা আমাদের নিজেদের খেলাটাই উপভোগের চেষ্টা করি। সাকিব বা তামিমের বিষয়টা মাথায় আসে না। আমরা যে দলে কাজ করি, আমি চাই তামিম তার সেরাটা খেলুক। আমার দল জিতুক, আমি তখন ওটাই উপভোগ করি।’

এরপর সাকিব-তামিম ইস্যু নিয়ে নিজের অবস্থানটা জানাতেও অবশ্য ভোলেননি বাবুল। তিনি ইঙ্গিত দেন, বিষয়টা নিয়ে আলোচনাটা এখন বাড়াবাড়ির পর্যায়েই মনে হচ্ছে। তিনি বলেন, ‘আর ইদানিং দেখছি সাকিব-তামিম খুব আলোচনা হচ্ছে, এটা আমার মনে হয় আপনাদের স্বাভাবিক একটা জায়গায় আসলে ভালো হয়। সবাই ভালো থাকে, সুস্থ থাকে।’

সম্পর্কিত খবর