বরিশালের প্লে অফে আসার পুরো কৃতিত্ব তাদের

বরিশালের প্লে অফে আসার পুরো কৃতিত্ব তাদের

ফরচুন বরিশাল দলটা জাতীয় দলের ক্রিকেটার দিয়েই বেশ সমৃদ্ধ। তামিম ইকবাল দলটার অধিনায়ক। তিনি ছাড়াও দলে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরাও। সঙ্গে সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম আর সাইফউদ্দিনও দলটার নিয়মিত সদস্য। 

তবে এত তারকা নিয়েও দলটা ধুঁকেছে শুরুর দিকে। ছিল পয়েন্ট টেবিলের তলানির দিকে। সেই থেকে অবশ্য দলটা প্লে অফে চলে এসেছে। এখন আছে ফাইনালের এক ধাপ দূরে। এমন পরিস্থিতিতে আসার পেছনের কৃতিত্বের পুরোটা তিন পাণ্ডব তামিম, রিয়াদ আর মুশফিককে দিলেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল।

তিনজনকে একসঙ্গে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরাও বলে দিলেন তিনি। তার কথা, ‘বাংলাদেশের সর্বকালের সেরা তিনটা খেলোয়াড় একই দলে খেলছে, এটা যে কোনো দলের জন্যই বড় একটা পাওয়া। কোচিং স্টাফদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’

এরপরই বললেন তিনি, ‘তাদের এত ম্যাচের অভিজ্ঞতা, তাদের অনেক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। টিম গোছাতে তাদের যে অবদান, এটা অনস্বীকার্য। শুরুর খারাপ অবস্থার পর থেকে এখন যে অবস্থানে আছি, এটা আমি সম্পূর্ণ তাদের ক্রেডিট দিচ্ছি। তারা দলকে অনুপ্রাণিত করে এখানে এনেছে, নিজেরাও পারফর্ম করছে।’ 

তাদের পারফর্ম্যান্সের ছাপটা পড়ছে লিডারবোর্ডেও। শীর্ষ বিশে আছেন তিন তারকাই। তামিম ইকবাল আছেন শীর্ষ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে। ১৩ ইনিংসে তার রান ৪৪৩। মুশফিক আছেন এই তালিকার ষষ্ঠ স্থানে, সমান ইনিংসে তার রান ৩২০। এরপরই মাহমুদউল্লাহর জায়গা। ১৬তম অবস্থানে আছেন তিনি। ১২ ইনিংসে ২৩০ রান করেছেন তিনি, তাও আবার ১৩৭ স্ট্রাইক রেটে। বরিশাল যে এ পর্যায়ে এসেছে তাদের অবদানে ভর করে। এবার নিশ্চয়ই দলটা চাইবে তাদের ওপর ভর করে চিরকালীন শিরোপার আক্ষেপটাও ঘুচিয়ে নিতে!

সম্পর্কিত খবর