কনওয়েকে ছাড়াই ওয়েলিংটন টেস্টে কিউইরা

কনওয়েকে ছাড়াই ওয়েলিংটন টেস্টে কিউইরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনও পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। হেরেছে তিন ম্যাচের তিনটিতেই। এতে স্বল্প ওভারের পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কিউইদের দলে। তবে সেখানে মাঠের নামার আগেই ধাক্কা খেল স্বাগতিকরা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না ডেভন কনওয়ের। 

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান কনওয়ে। এতে স্বল্প ফরম্যাটের সেই সিরিজের বাকি অংশ থেকে এই বাঁহাতি ব্যাটার ছিটকে গেলেও টেস্টে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে পুরোপুরি সেরে না ওঠায় ওয়েলিংটন টেস্টে তাকে পাচ্ছে না দল। বিষয়টি আজ (বুধবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন কিউইদের লাল বলের অধিনায়ক টিম সাউদি। 

আসন্ন দুই ম্যাচের এই টেস্ট সিরিজে কনওয়ের বদলে হেনরি নিকোলসকে দলে ভিড়িয়েছে স্বাগতিকরা। তবে ওপেনিংয়ে থাকছেন না এই বাঁহাতি ব্যাটার। টম ল্যাথামের সঙ্গে ওপেনিংয়ে নামবেন ডানহাতি ব্যাটার উইল ইয়ং। 

এদিকে কনওয়ের টেস্টে না থাকা আরেকজনের সুযোগ এবং ওপেনিং বদল। এ নিয়ে যেন অনেকটাই বাস্তববাদী সাউদি। এসব নিয়ে তিনি বলেন, ‘চোট ক্রিকেটেরই একটি অংশ। এবং এতে অন্যদের সুযোগের দরজাও খুলে যায়।’

সম্পর্কিত খবর