কোচ স্যরি বলেছেন, কোনো শাস্তি নয় হ্যান্ডশেক হয়ে গেল!
ক্রিকইনফোতে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাক্ষাৎকারে দোষের তেমন কিছু খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড। পুরো সাক্ষাৎকার কয়েকবার পড়ার পর বিসিবি এই সিদ্ধান্তে পৌছেছে। এ নিয়ে কোচের সঙ্গে বিসিবির শীর্ষ এক পরিচালকের কথাবার্তাও হয়েছে। পুরো সাক্ষাৎকারে বিপিএল চলাকালে সেই টিভি সুইচ অফ করার প্রসঙ্গটা ছাড়া বিসিবি আর কোনো নেতিবাচক কিছু খুঁজে পায়নি।
এই প্রসঙ্গে বিসিবির সেই পরিচালকের বক্তব্যটা এমন- ‘কোচ ওটা না বললেও পারতো। হয় কি, লম্বা কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় দুই একটা শব্দ মুখ থেকে বেরিয়ে যায়। মানছি যে বিপিএল নিয়ে ঐ শব্দ ব্যবহার করা কোচের ঠিক হয়নি। কোচ নিজেও এটা স্বীকার করেছে। বলেছে, আই এম স্যরি ফর দ্যাট। ব্লেম অন মি।’
বিসিবি সেই সাক্ষাৎকার প্রসঙ্গে আজকের বৈঠকের আগে কোচের সঙ্গে কথাবার্তা বলেছে। মূলত সেখানেই বিষয় এবং বিতর্ক চুকেবুকে গেছে। পুরো বিষয়ে কোচ বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি করতে চেয়েছেন এমন কোনোকিছু বিসিবি খুঁজে পায়নি। বরং কোচ কিছু বিষয়ে যে সমালোচনা করেছেন সেটাতে বিসিবিরও সায় রয়েছে।
সাক্ষাৎকারের একটা অংশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কোচ হাথুরুসিংহে যে ‘সার্কাস’ বলেছেন সেই প্রসঙ্গেও বিসিবি তেমন সমস্যার কিছু দেখছে না। এক টুর্নামেন্টে খেলে পরদিনই আবার আরেক টুর্নামেন্টে খেলার জন্য খেলোয়াড়দের ফ্লাইট ধরার বিষয়টিকে কোচ সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। সার্কাস শব্দটা সুনির্দিষ্টভাবে বিপিএলকে নিয়ে তিনি বলেননি। বিসিবি তার এই ব্যাখ্যায়ও সন্তুষ্ট। শুধু তাই নয়, বিপিএলের ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডারের শুরুর তিন পজিশনে স্থানীয় ব্যাটার এবং ডেথ ওভারে বাংলাদেশি বোলারদের ব্যবহার করার যে দাবি কোচ জানিয়েছেন তার সঙ্গে বিসিবিও একমত।
কোচ তার সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিপিএলে যদি যদি সেটা না হয় তাহলে এ বিষয়গুলো আমরা আর কোথায় শিখবো। টি- টোয়েন্টিতে আমাদের মাত্র একটা টুর্নামেন্ট আছে। আমার আদর্শ উপদেশ হলো বিপিএলের আগে আরেকটি টি- টোয়েন্টি টুর্নামেন্ট করা। মানতেই হবে যে ফ্র্যাঞ্জাইজি তাদের ইচ্ছে অনুযায়ী যা কিছু করতে পারে। আমার কিছু সেরা খেলোয়াড় তো বিপিএলে খেলছে না। সেক্ষেত্রে কিভাবে আপনি আশা করেন অন্য দলের সঙ্গে বাংলাদেশ দল পেরে উঠবে? আমি তো পুরো খাঁড়া ঢাল বেয়ে উঠার যুদ্ধ করছি!’
লেগস্পিনার রিশাদ হোসেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিচারে টি-টোয়েন্টিতে জাতীয় দলের জন্য বোলিংয়ে খুব কার্যকর খেলোয়াড় হতে পারেন। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রিশাদ এবারের বিপিএলে খেলেছেন মাত্র ৪ ম্যাচে। ৪ ম্যাচে উইকেট পেয়েছেন ৬টি। এর মধ্যে এক ম্যাচেই আছে তার ৪ উইকেট। বাকি তিন ম্যাচের মধ্যে একটিতে তাকে বোলিংই করানো হয়নি।
বিপিএল নিয়ে কোচের এসব ব্যাখ্যায় বিসিবি ভুলচুক কিছু পায়নি। বরং যুক্তি পেয়েছে। আর তাতেই কোচের সঙ্গে বিসিবির বন্ধুত্বের হ্যান্ডশেক হয়ে গেল।