আফগানদের ১৫৫-তেই আটকে দিল আইরিশরা
একমাত্র টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেনি সফরকারী আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বোলিং তোপে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি হাসমতউল্লাহ শহিদির দল। বোলিংয়ে আফগানদের পাঁচ উইকেট একাই তুলেছেন আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার।
টলারেন্স ওভালে সিরিজের একমাত্র টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমেই বিপদের মুখে পড়ে আফগানরা। দলীয় ১১ রানেই সাজঘরের পথ ধরেন দলটির দুই ব্যাটার নূর আলি জাদরান ও রহমত শাহ। এরপর অধিনায়ক হাসমতউল্লাহকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালান ইব্রাহিম জাদরান। তবে খুব বেশি সময় উইকেটে থাকতে পারেনি এই জুটি। ব্যক্তিগত ২০ রানে সজঘরে ফিরতে হয় হাসমতউল্লাহকে।
এরপর ফের উইকেটে ধস নামে। সেই ধস মোকাবেলা করতে পারেননি ফিফটি হাঁকানো ইব্রাহিমও। তাকে ফিরতে হয় ৫৩ রানে। দলীয় ৯০ রানেই ৬ উইকেট খুইয়ে ফেলে আফগানরা। শঙ্কা ঝেঁকে বসে অল্পতে গুঁড়িয়ে যাওয়ার।
সেই শঙ্কা আরও বাড়ে ১৩৮ রানে আফগানরা ৯ উইকেট খুইয়ে ফেললে। তবে সেই শঙ্কা এড়িয়ে শেষ পর্যন্ত ইনিংসটাকে দেড়শ পার করেন করিম জানাত। টেলেন্ডার ব্যাটারদের নিয়ে অল্প অল্প করে দলকে টেনে তোলার চেষ্টা চালান তিনি। তবে এতে খুব বেশি সফল না হলেও দলীয় দেড়শ ঠিকই পেরিয়েছে আফগানরা। শেষ পর্যন্ত এই ব্যাটার অপরজিত ছিলেন ৪১ রানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
আফগানিস্তান ১ম ইনিংস: ১৫৫; (ইব্রাহিম ৫৩, হাসমতউল্লাহ ২০, জানাত ৪১; অ্যাডায়ার ৫/৩৯, ইয়াং ২/৩১, ক্যাম্পার ২/১৩)