স্মিথকে ওপেনিংয়ে রেখেই ওয়েলিংটনে মাঠে নামছে অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নারের অবসরের পর টেস্টের ওপেনিং পজিশনটা একরকম নিজে চেয়ে নিয়েছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিন ইনিংসে অবশ্য নামের সুবিচার করতে পারেননি স্মিথ। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পেরেছেন। তার দল হারলেও ৯১ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তাতেই আরও একবার ওপেনার হিসেবে সুযোগ পাচ্ছেন এই ব্যাটার। তাকে ওপেনিংয়ে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ওয়েলিংটনে স্বাগতিক কিউইদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে অজিরা। যা সামনে রেখে প্যাট কামিন্সের নেতৃত্বে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেই দলে আসেনি কোনো পরিবর্তন। অর্থাৎ ব্রিসবেন টেস্টের একাদশ নিয়েই কিউইদের বিপক্ষে মাঠে নামবে অজিরা।
নিউজিল্যান্ড সফরটা অবশ্য দারুণ কাটছে অস্ট্রেলিয়ার। এরইমধ্যে জিতে নিয়েছেন টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের তাদের মাঠে ৩-০ তে সিরিজ হারিয়ে সফর শুরু করেছে অজিরা। এখন টেস্ট সিরিজ নিজেদের করার পালা। আর সে লক্ষ্যেই নিজেদের পরিকল্পনায় অটল অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ:
স্টিভেন স্মিথ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।