ব্যর্থতার মোড়কে সাকিব, বিপদে রংপুর
সবশেষ ২০১৩ সালে, বিপিএলের নক আউট পর্বে ব্যাট হাতে রান পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই শেষ। এরপর গত ১০ বছরেও বলার মতো রান করতে পারেননি সাকিব। এবারও সেটাও হলো। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে ৫ রানে আউটের পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে সাকিব ফিরেছেন মাত্র ১ রান করে। আর তাতে বেশ বিপদেই পড়ে গেছে তার দল রংপুর রাইডার্স।
সাকিবের ব্যর্থতার মোড়কে আবদ্ধ থাকার দিনে ব্যর্থতার মিছিলটা অবশ্য বেশ লম্বা রংপুরের। দলীয় ১৮ রানে তিন উইকেট খুইয়েছে রংপুর। এরপর দলকে টেনে তোলার চেষ্টা করেন আগের ম্যাচে ৯৭ রানের অনবদ্য একটা ইনিংস খেলা জিমি নিশাম। তবে তাকে সঙ্গ দিতে পারেননি নিকোলাস পুরান। উল্টো এই ব্যাটার ফিরেছেন বাকিদের ওপর ডট বলের বোঝা চাপিয়ে। ১২ বলে ৩ রান করে শেষটাই ধরাশায়ী হয়েছেন মিরাজের কাছে।
আর তাতে ফাইনালে উঠার শেষ সুযোগটা কাজে লাগানো বেশ কঠিনই হয়ে গেছে রংপুরের। বাকিদের ব্যর্থতার দিনে বাড়তি দায়িত্ব নিতে পারেননি নিশাম। পুরানের পর ফিরেতে হয়েছে তাকেও। ফেরার আগে ২২ বলে ২৮ রান এসেছে তার ব্যাট থেকে। ৪৮ রানেই ৫ উইকেট হারায় রংপুর।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের পক্ষে হেলানোটা বেশ কঠিনই। সেই কঠিন কাজটা আরও কঠিন হয়ে দাঁড়ায় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবী রানের চেয়ে বল বেশি খেলে সাজঘরের পথ ধরলে। তাতে দায়িত্বটা বর্তায় শামিম হোসেন পাটুয়ারির কাঁধে। দলের শেষ স্বীকৃত ব্যাটার তিনিই। তার ওপরই নির্ভর করছে কত দূর যাবে রংপুরের ইনিংস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ রান রংপুরের। ব্যাট করছেন শামিম ও আবু হায়দার রনি।