‘নিষিদ্ধ’ হাসারাঙ্গার নেতৃত্বে বাংলাদেশে আসছে লঙ্কানরা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের ওপর মেজাজ হারাতে দেখা গিয়েছিল ওয়ানিন্দু হাসারঙ্গাকে। শেষ ওভার থ্রিলারে হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও নো বল ইস্যুতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়েন হাসারাঙ্গা। আম্পায়ারকে অযোগ্য আখ্যা দিয়ে অন্য কাজ খোঁজার পরামর্শ দেন লঙ্কান অধিনায়ক। যার শাস্তি স্বরূপ তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। সেই তাকেই এবার অধিনায়ক করে বাংলাদেশ সফরে পা রাখতে যাচ্ছে লঙ্কানরা।
বাংলাদেশ সফরের প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ নেই হাসারাঙ্গার। এই দুই ম্যাচে দলের সহ-অধিনায়ক চারিত আসালাঙ্কা দলকে নেতৃত্ব দেবেন। এরপর নিষেধাজ্ঞা উঠে গেলে দলের নেতৃত্ব বুঝে পাবেন হাসারাঙ্গা।
এবারের বাংলাদেশ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে লঙ্কানরা। এরপর হবে আরও দুটি টেস্ট ম্যাচ। তবে শুরুতে টি-টোয়েন্টি সিরিজ থাকায় সেই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেই দলে দুই বছর পর ফেরানো হয়েছে লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসকে ও এক বছর পর ফেরানো হয়েছে ওপেনার আভিস্কা ফার্নান্ডোকে।
লঙ্কানদের সিরিজ শুরু হবে আগামী ৪ মার্চ সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ৬ ও ৯ মার্চ সিলেটে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। এরপর সেখান থেকে ওয়ানডে সিরিজের উদ্দেশে চট্টগ্রামে রওনা হবে দু’দল। সিরিজের ম্যাচগুলো হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর পুনরায় সিলেটে ফিরে ২২ মার্চ প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। সেখান থেকে পুনরায় ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অর্থাৎ লঙ্কানদের এবার ঢাকায় কোনো ম্যাচ নেই।
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডয়ারসে, মাতিশা পাতিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো।