‘বিপিএল না হলে সংসার চালানো কষ্ট হয়ে যাবে’

‘বিপিএল না হলে সংসার চালানো কষ্ট হয়ে যাবে’

বিপিএলে মান, ব্রডকাস্টিং, পিচের অবস্থা নিয়ে সমালোচনা হয়েছে একাধিকবার। যা হয়ে আসছে অনেক আগ থেকেই। সবশেষ বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সুরেও মিলল বিপিএল মান নিয়ে প্রশ্ন। সেসব ভিড়ে যেন অনেকটাই ভিন্ন মুশফিকুর রহিম। ভিন্ন ছিলেন গতকালের দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতেও। তার ‘অভিজ্ঞ’ ইনিংসে চড়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। 

বিপিএলের মান নিয়ে প্রশ্নবিদ্ধর উল্টোপথে হেঁটে মুশফিক শোনালেন উন্নতির কথা। ফাইনালে ওঠার এই ম্যাচে ম্যাচসেরার খেতাব পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটারই এসেছিলেন ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে। সেখানে তার অকপট জবাব, এই বিপিএলের সুবাদেই সংসার চলে অনেক ক্রিকেটারের। 

মুশফিক বলেন, ‘বিপিএল না হলে সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা আমার মোদ্দা কথা। বিপিএলে একজন প্লেয়ার যে পারিশ্রমিক পায়, এটা জাতীয় দলে কেউ যদি দুই থেকে তিন বছর খেলে এবং টপ পেইড স্যালারি হয় তাহলে ইনকাম করতে পারবে। তাই এটার মান এতো খারাপ হবে এটা কোন দিক দিয়ে করেন। কারণ কোনো প্লেয়ারই চাইবে না এসে খারাপ খেলে পরের বছর আনসোল্ড থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখতে।’

মুশফিকের চোখ বিপিএলের কোয়ালিটি অনেক উঁচুতে। এবং প্রশংসা করলেন পিচেরও। ‘আমার মতে কোয়ালিটি যদি বলেন, অনেক হাই (উঁচুতে)। হ্যাঁ, এটা বলতে পারেন একটা দুইটা পিচ অনেক সময় এদিক-ওদিক হতে পারে। তখন রানটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে এই বছর সব মিলিয়ে পিচ বেটার ছিল। এবং এতে আমাদের খেলার কোয়ালিটিও বেড়েছে।’ 

সম্পর্কিত খবর