ওয়েলিংটনে পেসারদের দিনে গ্রিনের লড়াকু সেঞ্চুরি
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা কার্যত পেসারদেরই, কিউইদের। এতে দিন শেষের এক ওভার আগ পর্যন্ত নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেছে অজিদের নয় ব্যাটার। যার ৮টি উইকেটই তুলে নিয়েছেন তিন পেসার ম্যাট হেনরি, উইল ও’রর্ক ও স্কট কুখলেইন।
তবে পেসারদের নৈপুণ্য ছাপিয়ে লাইমলাইটে শেষ পর্যন্ত টিকে থাকা অজি ব্যাটার, ক্যামেরন গ্রিন। হার না মানা দুর্দান্ত এক ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এবং দিন শেষে অপরাজিত আছেন ১০৩ রান। এতে ৮৫ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৭৯ রান জমা করেছে অস্ট্রেলিয়া।
ঘরের মাটিতে অজিদের কাছে টি-টোয়েন্টিতে এক প্রকার পাত্তাই পায়নি কিউইরা। হেরেছে তিন ম্যাচেই। এতে টেস্টে নিজেদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সিরিজের প্রথম টেস্ট ওয়েলিংটনে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক টিম সাউদি। এতে বল হাতে দিনটা নিজেদের করে নিলেও স্রেফ এক গ্রিনেই হতাশ হতে হলো স্বাগতিকদের।
ব্যাট হাতে শুরুটা বেশ ভালো পেয়েছিলেন দুই ওপেনার স্টিভ স্মিথ ও উসমান খাজা। ৬১ রানের মাথায় তাদের জুটি ভাঙেন এদিনের সেরা পেসার হেনরি। সেখান থেকেই শুরু হয় ব্যাটিং ধস। ৮৯ রানে পৌঁছাতেই নেই আরও তিন উইকেট।
সেই চাপ অনেকটাই সামলে নিয়েছিলেন মার্শ ও গ্রিন। তবে চা বিরতির পর ফের হেনরির আঘাত। এতে দলীয় ১৫৬ রানের মাথায় ফেরেন মার্শ (৪০)।
দিনের বাকি সময় একপ্রান্ত ছিল কিউইদের দখলে, যেখানে নিয়মিত বিরতিতে পেসাররা ফিরিয়েছেন সফরকারী দলের ব্যাটারদের। অন্যপ্রান্ত ছিল একা গ্রিনের দখলে। শুরুতে কিছুটা ধীরগতিতে খেলে পিচে নিজেকে সেট করেন এই ডানহাতি ব্যাটার। ১০৮ বলে তুলে নেন ফিফটি। এরপরই শুরু করেন ওয়ানডে মেজাজের ব্যাটিং। সাদা জার্সির ক্যারিয়ারে নিজের দ্বিতীয় শতকে পৌঁছাতে খেলেন ১৫৪ বল।
দিনের শুরুর উইকেটের পর শেষ উইকেটও নিয়েছেন হেনরি। তার নেওয়া চার উইকেট বাদে দুটি করে উইকেট নিয়েছেন ও’রর্ক ও কুখলেইন।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৭৯/৯ (৮৫ ওভার) (গ্রিন ১০৩*, মার্শ ৪০; হেনরি ৪/৪৩, কুখলেইন ২/৫৬)