অধিনায়ক ছাড়াই ফাইনালের ফটোসেশন, ভেস্তে গেল বিসিবির উদ্যোগ
প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এদিকে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের দ্বিতীয় সুযোগ ছাপিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। আগামীকাল (শুক্রবার) মিরপুর হোম অব ক্রিকেটে গড়াবে দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দশম আসরের এই ফাইনাল। সেটিকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে ফাইনালিস্ট দুই দলের ফটোসেশন।
ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে সকালে অনুষ্ঠিত হয় এই ফটোসেশন। তবে সেখানে দুই দলের প্রতিনিধি হিসেবে যান নি দুই অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। ঐতিহ্যবাহী এই স্থানে দুই দলের অধিনায়ক নিয়ে ফটোসেশনের উদ্যোগের কথা আগের দিনই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নির্ধারিত সময় সকাল দশটার আগেই সেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরা। সঙ্গে আহসান মঞ্জিলের মূল গেটের বাইরে ছিল উৎসুক জনতার ভিড়।
তবে সব উত্তেজনা ছাপিয়ে অনেকটা সাদামাটাভাবে শেষ হলো ট্রফি নিয়ে ফাইনালের এই ফটোসেশন। সেখানে বরিশালের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার প্রতিনিধি হিসেবে ছিল জাকের আলী।
ফাইনালে দল দুটির মুখোমুখি এবারই প্রথম না। ২০২২ আসরেও শিরোপা জয়ের লড়াইয়ের শেষ ম্যাচ খেলেছিল কুমিল্লা-বরিশাল। সেখানে শেষ হাসি হেসেছিল ভিক্টোরিয়ানসরা। এতে এবার সেই হার ভুলে নিজেদের প্রথম শিরোপা জয়ের লড়াইয়ে নামবে বাংলার ভেনিসের দলটি। এদিকে নিজেদের হ্যাটট্রিক এবং টুর্নামেন্টে পঞ্চম শিরোপা জয়ের পথে কুমিল্লা। কার্যত বলাই যায়, লড়াইটা মোটেও সহজ হচ্ছে না।