ঢাকায় পৌঁছাল শ্রীলঙ্কা দল, বিকেলে যাবে সিলেট

ঢাকায় পৌঁছাল শ্রীলঙ্কা দল, বিকেলে যাবে সিলেট

আন্তর্জাতিক বিরতিতে দেশের মাটিতে চলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আসর। যার দশম আসর শেষ হবে আগামী ১ মার্চ, ফাইনাল দিয়ে। এরপরই সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে, ঘরের মাটিতেই। সেটিকে সামনে রেখেই আজ (বৃহস্পতিবার) সকালে কলম্বো থেকে রওয়ানা দিয়ে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। বেলা সাড়ে এগারোটায় হযরত শাহজালাল বিমানবন্দরে এসে সেখান থেকে হোটেলে গিয়েছে দল। আজ বিকেলের ফ্লাইটেই আবার সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে পুরো দল।

সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলোর তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। যেখানে প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন চারিথ আশালাংকা। কারণ তাদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নিষেধাজ্ঞার ফলে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজে প্রথমবারের মতো এরকম হলো যে পুরো সিরিজের একটি ম্যাচও ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবেনা। প্রথমে তিনটি টি-টোয়েন্টি হবে সিলেটে, ওয়ানডে তিনটি ম্যাচ গড়াবে বন্দরনগরী চট্টগ্রামে। সবশেষে দুটি টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই।

সম্পর্কিত খবর