বিপিএলের প্রাইজমানি ঘোষণা, কে কত পাচ্ছে?

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, কে কত পাচ্ছে?

বিপিএলের দশম আসরের ফাইনাল মাঠে গড়াবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সেই ম্যাচ সামনে রেখে একদিন আগে বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বিসিবির প্রকাশিত সেই প্রাইজমানির তালিকায় দেখা যায়, চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। অন্যদিকে আসরের রার্নাসআপ দল পাবে তার অর্ধেক অর্থাৎ ১ কোটি টাকা। এরপর সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবেন আসরসেরার পুরস্কার জেতা ক্রিকেটার।

অবশ্য প্রাইজমানি ঘোষণা হলেও খুব একটা চমক নেই এতে। গত আসরেও চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের জন্য এই প্রাইজমানি রেখেছিল বিসিবি। সেই একই প্রাইজমানি এবারও ধরে রেখেছে বিসিবি। তবে টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কারের অংকটা এবার আগেভাগেই জানিয়ে দিয়েছে বিসিবি।

যেখানে দেখা যায় ফাইনাল ম্যাচের সেরা পারফর্মার পাবেন ৫ লাখ টাকা। তিন লাখ টাকা পাবেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। এছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি পাবেন সমান পাঁচ লাখ টাকা করে।

২০২৪ বিপিএলের প্রাইজমানির তালিকা

প্রাইজমানি

 

সম্পর্কিত খবর