লিটনের অধিনায়কত্বে মুগ্ধ সালাউদ্দিন

লিটনের অধিনায়কত্বে মুগ্ধ সালাউদ্দিন

শেষ দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জিতেছিল ইমরুল কায়েসের নেতৃত্বে। এবার অধিনায়ক বদলেছে দলটা। লিটন দাসকে আনা হয়েছে নেতৃত্বে। তবে কুমিল্লার ফাইনাল খেলায় ছেদ পড়েনি। অধিনায়ক লিটনের হাত ধরে এবারও দলটা এসে দাঁড়িয়েছে শিরোপা থেকে এক হাত দূরে।

লিটনের অধিনায়কত্ব নিয়ে এই ফাইনালের আগে একরাশ মুগ্ধতাই প্রকাশ করলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বললেন, ‘আমি খুবই ইম্প্রেসড তার অধিনায়কত্বে। তার ক্রিকেট সেন্স নিয়ে অনেক আগেও কথা বলেছি যে তার ক্রিকেট সেন্স অনেক ভালো। আমার মনে হয় যে তার খেলোয়াড়দের সামলানো থেকে শুরু করে, অনুশীলন বলেন, ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা বলেন; সেটা একটা অধিনায়কের যে গুণাবলী হওয়া দরকার, সেগুলো সবই আছে।’

তবে এত ভালোর ভীড়ে একটু ‘খারাপ’ও আছে লিটনের ক্রিকেটার-অধিনায়ক কিংবা মোটাদাগে মানুষ স্বত্বায়। সেটা কী? সালাউদ্দিন বললেন, ‘আরেকটু ঠাণ্ডা মাথার হলে আরেকটু ভালো হয়। এটা তার ভবিষ্যতের জন্য ভালো হবে। কিন্তু যেহেতু নতুন, প্রথম প্রথম আমারও অনেক উত্তেজনা চলে আসতো অনেক কিছুতে। এটা করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যে ভবিষ্যতে সে আরও ভালো করবে।’

লিটনের অধিনায়কত্বের শুরুটা দারুণ হয়ে যেতে পারে এবারের বিপিএলটা ভালোভাবে শেষ করতে পারলে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স চার বারের চ্যাম্পিয়ন। তাদের কাছে ‘ভালোর’ সংজ্ঞা স্রেফ শিরোপাজয়ই।
কোচ সালাউদ্দিনের আশা, সে ‘ভালো’টা করে দেখাতে পারবে তার দল।

তিনি বললেন, ‘সবাই চায় সে যেন ভালো করে। একটা ভালো সুযোগ, আমরা এই বছর অনেক স্ট্রাগল করেছি। টুর্নামেন্টের শুরুতে আমরা ছন্দেও ছিলাম না। তো সেখান থেকে ছেলেরা এখানে নিয়ে আসছে, আমি মনে করি ভালো কিছু করলে আমরা হয়তো ট্রফি পেতে পারি।’

সম্পর্কিত খবর