ফাইনাল শিরোপার বাইরে লড়াইটা তামিম-হৃদয়েরও
বিপিএলের দশম আসর শেষ হতে আর মাত্র এক ম্যাচ বাকি। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে আসরের সবচেয়ে সফল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। বিপিএলে এখন পর্যন্ত শিরোপা না জিতলেও এবার শিরোপার বেশ শক্ত দাবিদার বরিশাল। দলটির সাম্প্রতিক ফর্ম সেই কথায় বলছে।
তাই সাফল্যের মাল্য গলায় জড়িয়ে ফাইনালে নামলেও স্বস্তিতে থাকার কারণ নেই কুমিল্লার। দু’দলেরই সামর্থ্য আছে নিজেদের সেরাটা নিঙরে দিয়ে শিরোপা ঘরে তোলা। তবে এই শিরোপার লড়াইয়ের বাইরে লড়াইটা তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়েরও। দুই দলের এই দুই ক্রিকেটারই আছেন শীর্ষ রান সংগ্রাহকদের তালিকার সবার উপরে। যেই তালিকায় তাদের নাগালের মধ্যেও নেই বাকিরা।
চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দু’জনেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন সমান তালে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে থাকা বরিশাল অধিনায়ক তামিমের চেয়ে মাত্র ৬ রানে পিছিয়ে কুমিল্লার ব্যাটার হৃদয়। অবশ্য তামিমের চেয়ে একটা ইনিংস কম ব্যাট করেছেন হৃদয়। টুর্নামেন্টে ১৩ ম্যাচ শেষে তার রান ৪৪৭। যেখানে তার গড়টা ৪০.৬৩।
অন্যদিকে ব্যাট হতে টুর্নামেন্টের শেষ দিকে এসে প্রায় নিয়মিতই রান পাচ্ছেন তামিম। উঠে এসেছেন তালিকার সবার উপরে। ১৪ ম্যাচ শেষে তার রান ৪৫৩। ব্যাটিং গড় ৩৪.৮৪। অবশ্য হৃদয়ের চেয়ে রানের ব্যবধানে এগিয়ে থাকলেও তামিমকে স্ট্রাইক রেটে পেছনে ফেলেছেন হৃদয়। তামিম যেখানে ১২৫.৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেখানে হৃদয় রান তুলেছেন প্রায় দেড়শ স্ট্রাইক রেট বজায় রেখে।
তাই ফাইনাল ছাপিয়ে এখনও লড়াইটা এই দুই ক্রিকেটারেরও। কেননা, শীর্ষ রান সংগ্রাহকের জন্যও মোটা অংকের টাকা রেখেছে বিসিবি। যার পরিমাণ পাঁচ লাখ টাকা। একই সঙ্গে শীর্ষ রান সংগ্রাহকের সুযোগ আছে টুর্নামেন্ট সেরা হওয়ার। আর সেটি হলে আরও ১০ লাখ টাকা আয়ের সুযোগ থাকবে। আর এই সুযোগটা আছে দু’জনের সামনেই।
তাই শেষ ম্যাচে ব্যাট হাতে রান তোলায় দলকে নেতৃত্ব দিতে চাইবেন দু’জনেই। হতে চাইবেন ফাইনালের নায়ক। আর সেটি হলে তো আরও ৫ লাখ টাকা জেতার সুযোগ আছেই। আর এত সব সুযোগ কে হাতছাড়া করতে চাই বলুন। তাই ফাইনালের শিরোপার বাইরে আরও একটা লড়াই দেখা যাবে এই দুই ক্রিকেটারদের মধ্যেও।