বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ: দেখে নিন সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রোমঞ্চের মধ্যেই বৃহস্পতিবার ঢাকায় পা রেখেছিল শ্রীলঙ্কান ক্রিকেট দল। যদিও ঢাকায় এবার আন্তর্জাতিক ম্যাচ নেই। এ কারণে ভেন্যু শহর সিলেটে ওই দিনই চলে গেছে লঙ্কান ক্রিকেট দল।
তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসে শ্রীলঙ্কান দল। বিকেলের ফ্লাইটে সিলেটে চলে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। প্রায় দশ বছর পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সবশেষ ২০১৪ সালে দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলেছে বাংলাদেশে।
ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য বেশ কয়েকবার বাংলাদেশ সফর করে শ্রীলঙ্কান ক্রিকেট দল। তবে গত ১০ বছরে কোনো সফরেই একসঙ্গে তিন ফরম্যাটে খেলেনি তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। তার আগে বাংলাদেশে এসেছে ১৭ ক্রিকেটারসহ লঙ্কানদের ২৭ জনের দল।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৪ মার্চ সন্ধ্যা ৬টা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ মার্চ সন্ধ্যা ৬টা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
তৃতীয় টি-টোয়েন্টি ৯ মার্চ বিকেল ৩টা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
প্রথম ওয়ানডে ১৩ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে ১৫ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে ১৮ মার্চ সকাল ১০টা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
প্রথম টেস্ট ২২ থেকে ২৬ মার্চ সকাল ১০টা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল সকাল ১০টা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম