নতুন পেস বোলিং কোচ সিলেটে
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে চলে এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। বৃহস্পতিবার ঢাকায় নেমে কিছুটা সময় বিশ্রাম নিয়েই দল চলে গেছে সিলেটে। সেখানেই টি-টোয়েন্টি সিরিজ।
বিপিএলের মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেবাংলাদেশ দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে বিসিবির ইনডোরে রুদ্ধদ্বার অনুশীলন করেছেন আগেই বিপিএল শেষ হয়ে যাওয়া ক্রিকেটাররা। দলের সঙ্গে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নতুন পেস বোলিং কোচ আন্দ্রে আডামসও একদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আজ সিলেটে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
দলের বাকি থাকা সদস্যরা বিপিএলের ফাইনাল খেলেই শনিবার সিলেটে যোগ দেবেন টিমের সঙ্গে। তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসে শ্রীলঙ্কান দল। বিকেলের ফ্লাইটে সিলেটে চলে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। প্রায় দশ বছর পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সবশেষ ২০১৪ সালে দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলেছে বাংলাদেশে।
৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।
চট্টগ্রামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩, ১৫ ও ১৮ মার্চ সিরিজের ৩ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।