গ্রিনের দিনে ওয়েলিংটনে অজিদের দাপট

গ্রিনের দিনে ওয়েলিংটনে অজিদের দাপট

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটা আক্ষরিক অর্থেই ছিল ক্যামেরুন গ্রিনের। তার অপরাজিত ১৭৪ রানের ইনিংসেই যে স্কোরটা ২৬৭ থেকে গিয়ে ঠেকেছে ৩৮৩ তে। তিনশ করার শঙ্কা নিয়ে দিন শেষ করা অজিরা দশম উইকেটে যোগ করেছে আরও ১১৬ রান। গ্রিনের দিনটা রাঙাতে ভুল করেননি অজি বোলাররাও। স্বাগতিকদের ধসিয়ে দিয়েছেন মাত্র ১৭৯ রানে। তবে শেষ বিকেলটা ভালো না কাটলেও এখনও ২১৭ রানে এগিয়ে অজিরা।

অজিরা তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন ১৩ রানে, যখন তাদের হাতে উইকেট থাকবে আরও ৮টি। তাই শক্ত টার্গেটই সামনে থাকার কথা নিউজিল্যান্ডের। আর সেটি হলে ওয়েলিংটন টেস্ট বাঁচানো বেশ কঠিনই হয়ে যাবে কিউইদের সামনে।

তবে এর আগে, ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে অজিরা। রূপকথার গল্প লিখেছেন গ্রিন। ডুবতে থাকা অস্ট্রেলিয়াকে টেনে তুলেছেন হ্যাজেলউডকে নিয়ে। তাতে নাভিশ্বাস উঠেছে নিউজিল্যান্ডের। তিনশর আগে অলআউট হওয়ার শঙ্কা নিয়ে দিন শেষ করা অজিরা দাঁড় করেছি প্রায় চারশো ছুঁইছুঁই সংগ্রহ।

কৃতিত্বটা অবশ্য কম নয় হ্যাজেলউডেরও। ৬২ বলে ২২ রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই যে সহজ হয়েছে গ্রিনের পথটা। গ্রিনের এমন দিনে বল হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন নাথান লিয়ন। কিউইদের পেস স্বর্গে স্পিনের নীল বিষে ঘায়েল করেছেন কিউই ব্যাটারদের। একাই নিয়েছেন ৪ উইকেট। বাকিদের থেকে সঙ্গটাও পেয়েছেন ঠিকঠাক।

তবে শুরুতে উইকেট তোলার গুরু দায়িত্বটা কাঁধে নিয়েছিলেন অজি পেসাররাই। তাদের গতির সামনে থিতু হতে পারেনি কোনো ব্যাটার। শেষ দিকে কেবল মাথা তুলে দাঁড়িয়ে দলকে টেনেছেন গ্লেন ফিলিপস। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৭১ রান করেন তিনি। তবে বাকিরা তেমন সহযোগিতা করতে না পারলে কিউইদের থামতে হয় ১৭৯ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৮৩; (গ্রিন ১৭৪*, মার্শ ৪০;হেনরি ৫/৭০)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৯; (ফিলিপস ৭১, হেনরি ৪২; লিয়ন ৪/৪৩)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৩/২; (খাজা ৫*, লিয়ন ৬*; সাউদি ২/৫)

সম্পর্কিত খবর