মাহমুদউল্লাহ-মুশফিক-মিরাজদের আক্ষেপ ঘোচানোর ম্যাচ

মাহমুদউল্লাহ-মুশফিক-মিরাজদের আক্ষেপ ঘোচানোর ম্যাচ

বিপিএলের দশম আসরের পর্দা নামবে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল ফাইনালের মধ্যে দিয়ে। যেখানে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলার প্রতীক্ষায় বরিশাল। অন্যদিকে বিপিএলে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এসবের বাইরে ম্যাচটা মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদেরও। বরিশালের মতোই তারাও ছুঁয়ে দেখতে চাই আরাধ্য বিপিএল শিরোপাটা।

কেননা, নয়টি আসর পেরিয়ে গেলেও কখনো যে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। অথচ, জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার তারা। অভিজ্ঞতা ও নামেভারে আর সবার থেকেও বেশ এগিয়ে তারা। নিজেদের দিনে ম্যাচ ছিনিয়ে নেওয়ার কিংবা পরিস্থিতি বুঝে ব্যাট করে দলকে বিপদ মুক্ত করার সামর্থ্য আছে তাদের। সেই কারণেই তিন ক্রিকেটারের আলাদা ফ্যানবেজও আছে।

তবে এর মাঝেও আছে আক্ষেপের সুর। নয় আসরের মধ্যে বেশ কবার শিরোপা নির্ধারনী মঞ্চে উঠেও তা ছুঁয়ে দেখা হয়নি কারোই। এনিয়ে তৃতীয় বারের মতো বিপিএলের ফাইনাল খেলতে যাচ্ছেন মিরাজ। দানে দানে তিন দান হওয়ার সুযোগ তাই মেহেদীর। অন্যদিকে মুশফিক সবচেয়ে বেশি ৮ বার দল বদলালেও শিরোপা ভাগ্যটা বদলাতে পারেননি। তার মতোই কপাল খারাপ মাহমুদউল্লার। ছয়বার দল বদলে শিরোপার কাছে গিয়েও বারবার হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকে।

এই হিসেবটা তাই চুকাতে হবে তাদের। যার অপেক্ষায় তাদের ভক্তরাও। আর সেটি করতে হলে আজ সন্ধ্যায় কুমিল্লার বিপক্ষে দলকে বরিশালকে জেতাতে হবে। আর সেটি হলেই কেবল দুর্ভাগা ক্রিকেটারের তকমাটা ঘোচবে তাদের। এখন দেখার অপেক্ষা শিরোপা ছুঁয়ে দেখা হয় কি-না এই তিন ক্রিকেটারের।

সম্পর্কিত খবর