নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের
বাংলাদেশ ২৪৫ রানে আটকে যাওয়ার পরই যেন নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। চেন্নাইয়ের চিদাম্বরমের এই উইকেটে তিনশ রান করতেই পারতো বাংলাদেশ। শুরুর ব্যর্থতায় শেষটাতে এসে লড়লেও তা হয়নি। ম্যাচটাও জেতা হয়নি সাকিব আল হাসানদের। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ।
শুক্রবার চেন্নাইয়ে কিউইরা বিশ্বকাপের এই ম্যাচটা জিতেছে ৮ উইকেটে। টানা তৃতীয় জয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালের পথে ঠিকঠাক এগিয়ে যাচ্ছে কেন উইলিয়ামসনের দল। ম্যাচে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৪৫ রান। জবাব দিতে নেমে ৪২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে হেসে-খেলে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
প্রত্যাবর্তনের ম্যাচে বাংলাদেশকে ভোগালেন কেন উইলিয়ামসন। ড্যারিল মিচেলও সঙ্গ দিলেন তাকে। তারাই বাংলাদেশকে ছিটকে দিলেন ম্যাচ থেকে। শতাধিক রানের জুটি গড়ে উইলিয়ামসন ফেরেন রিটায়ার্ড হার্ট হয়ে। তখন তার ব্যাটে ১০৭ বলে দুর্দান্ত ৭৮!
আর দলকে জিতিয়ে মিচেল অপরাজিত ছিলেন ৮৯ রানে। সঙ্গে ছিলেন গ্লেন ফিলিপস (১৬*)।
এর আগে দিবা-রাত্রির এই ম্যাচে নড়বড়ে শুরুর পর মুশফিকুর রহিম, সাকিব আল হাসান আর শেষে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। মুশফিক ৬৬ রান তুলতে ৬ চার ও ২ ছক্কা হাঁকালেন। রিয়াদ ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪১ রানে। সাকিব ৩ চার ও ২ ছক্কায় ৪০। মেহেদী হাসান মিরাজ ৩০ রান।
নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, তাসকিন ২*; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)