অধরা শিরোপার ছুঁতে যাদের নিয়ে মাঠে নামতে পারে বরিশাল
বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাদের সামনেই আজ পড়েছে ফরচুন বরিশাল। যাদের শিরোপা নেই বটে, তবে একটা রেকর্ড আছে সঙ্গী হিসেবে। সবচেয়ে বেশি ফাইনাল হারের রেকর্ড।
সবশেষ যেবার ফাইনালে খেলেছিল বরিশাল, সেবারও প্রতিপক্ষ ছিল কুমিল্লা। ২০২২ সালের সে ফাইনালে খুব কাছেই চলে গিয়েছিল দলটা। শেষ ওভারে ১০ রান তুলতে পারার ব্যর্থতায় শেষমেশ ১ রানে হারের গ্লানিতে ডুবতে হয়েছিল তাদের।
আজ যখন ম্যাচটা শেষ হবে, তখন তার উল্টোটাই ঘটুক, তাই চাইবে বরিশাল। তাহলে তাদের হাতে উঠে যাবে বিপিএলের প্রথম শিরোপাটা।
সে মিশনে আজ সন্ধ্যায় যখন মাঠে নামবে, তখন দলে পরিবর্তন আসার সম্ভাবনাটা বেশ ক্ষীণ। টিম ম্যানেজমেন্ট কাকে বসিয়ে কাকে খেলাবে বলুন? দলের শীর্ষ নয়ের সাত জনই বাংলাদেশ জাতীয় দল, নাহয় তার আশেপাশে থাকেন সবসময়। তাদের মধ্যে সবচেয়ে ‘দূরের’ ছিলেন যিনি, সেই মোহাম্মদ সাইফউদ্দিনও এবারের বিপিএলে যেমন পারফর্ম করেছেন, তাতে বিশ্বকাপ ভাবনায় ভালোভাবেই থাকার কথা তার।
তার আগে থাকা সবাই পারফর্ম করছেন নিয়মিত। দলও জিতে চলেছে নিয়মিত, করেছে জয়ের হ্যাটট্রিক। সে কম্বিনেশনটা আজ ভাঙতে চাইবে না বরিশাল টিম ম্যানেজমেন্ট। তাই কোয়ালিফায়ারের একাদশটাকেই আজ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।