মিশন ‘ফাইভ স্টারে’ কেমন হবে কুমিল্লার একাদশ?

মিশন ‘ফাইভ স্টারে’ কেমন হবে কুমিল্লার একাদশ?

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে লোগোর ঠিক ওপরে চারটা তারকার দেখা মেলে। চার তারকার প্রতিটি একটা একটা করে শিরোপাজয়কে নির্দেশ করে। আজ আরও একটা শিরোপার খোঁজে মাঠে নামছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দল। শিরোপার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। 

এ মাচে দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে আসতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মাথার চোট কাটিয়ে তার একাদশে ফেরায় উইনিং কম্বিনেশনটা ভাঙছে কুমিল্লার, এটা নিশ্চিত। বিষয়টা গতকাল জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। 

মুস্তাফিজ ফিরবেন দলের দুই দেশীয় পেসার রোহানাত দৌলা বর্ষণ আর মুশফিক হাসানের কোনো একজনের জায়গায়। অভিজ্ঞতার দিক থেকে মুশফিক এগিয়ে থাকলেও সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তার পারফর্ম্যান্স ইঙ্গিত দিচ্ছে তারই জায়গা হারানোর।

এছাড়া দলে আর বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। দৈব দুর্বিপাকে না পড়লে একাদশেও তাই পরিবর্তন আসতে যাচ্ছে ওই একটাই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ–

লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জনসন চালর্স, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রোহানাত দৌলা বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। 



সম্পর্কিত খবর