ফাইনাল মানেই দুরন্ত তামিম

ফাইনাল মানেই দুরন্ত তামিম

তামিম ইকবাল আর বিপিএল ফাইনাল। দুটো শব্দ একসঙ্গে পড়লে একটা ছবিই ভেসে ওঠে সামনে। ২০১৯ বিপিএলের ফাইনালের ওই মহাকাব্যিক ১৪১। প্রায় পাঁচ বছর পর আবারও ওই একই মঞ্চ, ঠিক অমন না হলেও তামিম খেললেন তার সোনালী দিনের মতো করেই, ছিলেন উড়ন্ত-দুরন্ত তামিম হয়ে। তাতে ভর করে বরিশালও পেয়ে গেছে দুরন্ত এক শুরু।

লক্ষ্যটা খুব বেশি বড় নয়। ১৫৫ রানই তো! তবে ফাইনালের চাপ, আর নিজেদের ইতিহাসকে সামনে রাখলে এই লক্ষ্যটাকেও বিশাল মনে হওয়া অসম্ভব নয় মোটেও। সব মিলিয়ে স্নায়ুচাপও পেয়ে বসতে পারত বরিশালকে।

তবে দলকে সে চাপে পড়তে যে হয়নি, তা তো তামিমের ব্যাটিংয়ের সৌজন্যেই! শুরুটা করেছিলেন ধীরেসুস্থে, প্রথম ৭ বলে করেছিলেন ৭ রান। এরপরই তার প্রলয় নাচনের শুরু। তানভীর ইসলামের করা ইনিংসের তৃতীয় ওভারে টানা দুটো ছক্কা হাঁকালেন। সেই থেকে নিজের ইনিংসের শেষ পর্যন্ত করেছেন সাবলীল ব্যাটিং।

ওপাশে মেহেদি হাসান মিরাজও ছিলেন দারুণ ছন্দে। দুজনের ব্যাটিংয়ে বরিশাল পাওয়ারপ্লে শেষ করেছে ৫৯ রান তুলে। আস্কিং রেটটা তাতে নেমে আসে সাতেরও অনেক নিচে। 

অষ্টম ওভার করতে আসা মঈন আলীকে ছক্কা হাঁকিয়েছেন। পরের দুটো বলে মেরেছেন দুটো চারও। এরপরই বিদায় নিয়েছেন মঈনের বলে বোল্ড হয়ে।

তবে তার আগে যা করেছেন, কুমিল্লার লড়াকু পুঁজিটা বরিশালের সামনে ছোট হয়ে গেছে আরও। তার নিজেরও একটা অর্জন হয়ে গেছে। এবারের বিপিএলে সর্বোচ্চ রানের দৌড়ে তিনি টপকে গেছেন তাওহীদ হৃদয়কে। তার নামের পাশে জ্বলজ্বল করছে ৪৫৩ রান। এবার অপেক্ষা শিরোপাটার। ব্যাট হাতে এমন পারফর্ম করে অধিনায়ক হিসেবে শিরোপাটা জিতলে নিশ্চয়ই তা আরও বেশি তৃপ্তি দেবে তামিমকে!

সম্পর্কিত খবর