এখনো ছয় ম্যাচের ছয়টাতে জিততে পারি, বললেন মুস্তাফিজ

এখনো ছয় ম্যাচের ছয়টাতে জিততে পারি, বললেন মুস্তাফিজ

টানা দুই ম্যাচে বড় হারের পর বাংলাদেশ দলের প্রায় সবকিছুই এখন দিশেহারা। দলের খেলোয়াড়দের মধ্যে টেনশন ও চাপের ছাপ স্পষ্ট। সেই চাপ লুকানোর জন্য তারা যে চেষ্টা করছেন। কিন্তু পারছেন কই?

নিউজিল্যান্ডের কাছে বড় হারের পর কাল মিক্সড জোনে পেসার মুস্তাফিজুর রহমান এসেছিলেন। কিন্তু প্রশ্নোওর পর্বের পুরোটা সময় জুড়ে প্রায় প্রতিটি প্রশ্নের জবাব দিলেন মুস্তাফিজ এক দুই শব্দে। মিনিট কয়েকের সেই আলাপচারিতায় মুস্তাফিজ যা বললেন তাতে বাস্তবতার চেয়ে দার্শনিকতার ছোঁয়া বেশি।

-টানা দুই বড় হার। পুরো দলের মানসিকতা এখন কেমন?
মুস্তাফিজুরের উত্তর, ম্যাচ শেষে আমরা সবসময় কথা বলি। দলের সবাই ভালো আছে। কিভাবে সমস্যার সমাধান করা যায় সেসব বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা আজ ম্যাচ শেষে ড্রেসিংরুমে।

-সেমিফাইনালের স্বপ্ন দেখছিলেন, এখনো কি সম্ভব?
মুস্তাফিজের জবাব- ‘দেখুন অসম্ভব বলে কিছু নেই। ছয় ম্যাচ এখনো বাকি আছে। ছয় ম্যাচের ছয়টা তেও জিততে পারি আমরা!’ তার উত্তর দেওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছিল মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে তিনি রাজা-উজির মারছেন!চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের বিশ্লেষনে মুস্তাফিজ বলছিলেন, আমাদের শুরুর বোলিংটা ভালো হচ্ছিল কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি।

নিউজিল্যান্ড ম্যাচে স্কোরবোর্ডে রান একটু কম হয়েছে বলে মনে করেন মুস্তাফিজ। জানালেন, যে উইকেট ছিল তাতে এখানে ২৮০ রান হলে ম্যাচ জেতার সম্ভাবনা ছিল। অতো রান আমরা করতে পারিনি।’

সম্পর্কিত খবর