শিরোপাটা মাহমুদউল্লাহ-মুশফিকের নামে দিলেন তামিম 

শিরোপাটা মাহমুদউল্লাহ-মুশফিকের নামে দিলেন তামিম 

তখনও শিরোপাটা হাতে আসেনি। চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল গেলেন মঞ্চে। তবে শিরোপা হাতে নেওয়ার আগে ঘটালেন অভিনব এক ঘটনা। শিরোপাটা সাধারণত অধিনায়কই হাতে নেন। এখানেই ব্যতিক্রম ঘটনাটা ঘটালেন তামিম। ডেকে আনলেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহকে। 

বুঝা যাচ্ছিল, তাদেরই শিরোপাটা উৎসর্গ করেছেন তামিম। বিষয়টা আরও পরিষ্কার হলো সংবাদ সম্মেলনে এসে। শিরোপাজয়ী বরিশালের অধিনায়ক জানালেন, তাদের নিয়ে চ্যালেঞ্জটা ভিন্নরকম ছিল এবার। সেটা জয় করতে পারার তৃপ্তিই ঝরে পড়ছিল তার কণ্ঠে। 

তামিম বলেন, ‘প্রত্যেকটা ট্রফির অনুভূতিই দারুণ। কিন্তু এবার একটু আলাদা চ্যালেঞ্জ ছিল। কারণ আমাদের দলে এমন কয়েকজন ছিল, কিছু তরুণ খেলোয়াড়, মিরাজ বলেন, সৌম্য বলেন, সঙ্গে দুজন সিনিয়র ক্রিকেটার, রিয়াদ ভাই, মুশফিক, তারা দেশকে অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছেন, কিন্তু এই ট্রফিটা তাদের পাওয়া হয়নি। আমার ভেতরে এই ভাবনাটা ছিল যদি আল্লাহ এই ট্রফিটা আমাদের দেয়, তাহলে এটা আমি তাদের উৎসর্গ করব।’ 

বিপিএল শিরোপাটা কখনোই জেতা হয়নি মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের। দুজনই খুব কাছে গেছেন কয়েকবার। দুজনেই ক্যারিয়ারের প্রায় শেষ দিকে চলে এসেছেন। মাহমুদউল্লাহ ৩৮ ছুঁয়েছেন গেল মাসে, মুশফিক ৩৭ পূর্ণ করবেন আসছে মে’তে। আবার কবে এমন সুযোগ পাবেন, কে জানে! তাদের সে আক্ষেপটা অবশেষে ঘুচল এবার। সে কারণেই তাদের জন্য তামিমের আনন্দটা বেড়ে গেছে কয়েক গুণে।

তিনি বলেন, ‘আমি জানি, মিরাজ, সৌম্য, তাইজুল, তাদের আরও সময় আছে অনেক শিরোপা জেতার। আমি জানি না রিয়াদ ভাই, মুশফিক যেভাবে তারা খেলছে, আরও খেলবে, তবে অন্যদের মতো লম্বা সময় পাবে না, অন্যদের সুযোগটা আরও বেশি। এ কারণেই আপনি যদি দেখেন আমার প্রেজেন্টেশনের সময় আমি ওদেরকে নিয়ে গেছি, কারণ আমি সত্যিই তাদেরকে শিরোপাটা উৎসর্গ করতে চেয়েছিলাম। তারা বেশ কয়েকবার খুব কাছে চলে এসেছিল, কিন্তু জেতা হয়নি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। তাই আমি বেশ খুশি।’

সম্পর্কিত খবর