তাইজুলকে নিয়ে হাসাহাসি করছিল ‘একটা দল’
তাইজুল ইসলাম শেষ অনেক দিন ধরেই পারফর্ম করে যাচ্ছেন। সাদা পোশাকের ক্রিকেটে তিনি নিয়মিত মুখ। তবে দেশের হয়ে রঙিন পোশাকে খুব বেশি সময় একটানা খেলা হয়নি তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সেটাই হলো তার সঙ্গে। তবে তাইজুল যে সময়টা পেয়েছেন, তাতেই নিজের জাত চিনিয়েছেন। বরিশালকে বিপিএলের চ্যাম্পিয়ন করতে যা প্রয়োজন, ঠিক তাই করেছেন।
ফাইনালের পর তাকে প্রশংসায় ভাসালেন তামিম। একটা বোমাও ফাটালেন তিনি। জানালেন, ড্রাফট থেকে যখন তাকে দলে টেনেছিলেন, তখন নাকি অন্য একটা ফ্র্যাঞ্চাইজি রীতিমতো হাসিতে ফেটে পড়েছিল!
তামিম বলেন, ‘আমি যখন তাকে দলে নিলাম, তখন ড্রাফটে অন্য একটা দল হাসছিল। আমার খুব খারাপ লাগছিল তখন।’
সেই তাইজুল পরে নিজের জাত চিনিয়েছেন বিপিএলে। ৮ ম্যাচে তুলে নিয়েছেন ৯ উইকেট। ফাইনালে উইকেট না পেলেও করেছেন হিসেবি বোলিং, চড়ে বসতে দেননি কুমিল্লাকে। ড্রাফটের সে ঘটনার পর তার এমন পারফর্ম্যান্স অধিনায়ক তামিমের আনন্দটা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
তামিম বলেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি নিচ্ছি, আর অন্য একটা দল হাসছে, কারণ আমি তাকে দলে নিয়েছি। তার জন্য খুবই খুশি যে সে এত বড় অবদানটা রাখতে পেরেছে। এই পারফর্ম্যান্সের সুবাদে বিসিবি তাকে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে আবারও ডেকেছে। তো আমার মনে হয় এদের অবদান অনেক ছিল। দেখেন আমরা একটা সময় কেশভ মহারাজকে আনি। তাইজুল ভালো করছিল, তারপরও তাকে না খেলিয়ে কেশভকে খেলিয়েছি। এরপর যখন দলে ফিরল তাইজুল, তখনও ভালো করেছে।’