দল ব্যর্থ, তবু সেরা নাইম-শরিফুল

দল ব্যর্থ, তবু সেরা নাইম-শরিফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সদ্যসমাপ্ত আসর দুর্দান্ত ঢাকা শেষ করেছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। নাইম শেখের টুর্নামেন্টটা কেটেছে ভালো মন্দের মিশেলে। তবে একটা দিক থেকে তিনি সেরা হয়েই টুর্নামেন্ট শেষ করেছেন। তাতে পুরস্কার হিসেবে ৩ লাখ টাকাও পাচ্ছেন তিনি।

গতকাল পর্দা নেমে গেছে বিপিএলের দশম আসরের। তা শেষে একে একে ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরও। টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন তামিম ইকবাল, ১৫ ম্যাচে করেছেন ৪৯২ রান; সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনিই। সেরা বোলার হয়েছেন শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। এরপরই স্থান নাইম শেখের। ১২ ম্যাচে ৮টি ক্যাচ নিয়ে তিনি হয়েছেন সেরা ফিল্ডার। 

এছাড়াও গতকাল ফাইনালে সেরা পারফর্মার হিসেবে নির্বাচিত হয়েছেন কাইল মায়ার্স। ২৬ রানে ১ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩০ বলে করেছেন ৪৬ রান। ফাইনালে ম্যাচসেরা হয়ে তিনি পেয়েছেন ৫ লাখ টাকার প্রাইজমানি।

চ্যাম্পিয়ন বরিশাল প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি টাকা, রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে তার অর্ধেক। 

একনজরে বিপিএল ২০২৪ এর প্রাইজমানি
ম্যান অব দা টুর্নামেন্ট:
তামিম ইকবাল (১৫ ম্যাচে ৩ ফিফটিসহ ৪৯২ রান), ১০ লাখ টাকা
ম্যান অব দা ফাইনাল:
কাইল মেয়ার্স (২৬ রানে ১ উইকেট ও ৩০ বলে ৪৬ রান), ৫ লাখ টাকা
সর্বোচ্চ রান:
তামিম ইকবাল (১৫ ম্যাচে ৩ ফিফটিসহ ৪৯২ রান), ৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট:
শরিফুল ইসলাম (১২ ম্যাচে ২২ উইকেট), ৫ লাখ টাকা
সেরা ফিল্ডার:
মোহাম্মদ নাইম শেখ (১২ ম্যাচে ৮ ক্যাচ), ৩ লাখ টাকা
চ্যাম্পিয়ন:
ফরচুন বরিশাল, ২ কোটি টাকা
রানার্স-আপ:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১ কোটি টাকা

সম্পর্কিত খবর