তামিমের মুখে ‘সাকিব-স্তুতি’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:৫৮ পিএম | ০২ মার্চ, ২০২৪

সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বৈরথ ‘টক অফ দ্য টাউন’ শেষ এক বছর ধরেই। এবারের বিপিএলেও কয়েক দফা আলোচনায় এসেছিল বিষয়টা। সব শেষ এসেছিল সাকিবের বিদায়ে তামিমের ‘বিশেষ’ উদযাপনে। বিপিএলের ফাইনালের পরও দুজন এলেন আলোচনায়। ট্রফি জেতার পর তামিম প্রশংসা করলেন সাকিবের। 

ক্যারিয়ারের শুরুর দিকে সাকিব আর তামিম ছিলেন হরিহর আত্মা। জাতীয় দলে দুজনের উত্থানটা একই সময়ে। তবে কালের বিবর্তনে সে সম্পর্কটায় এখন মরচে ধরেছে। 

গত বছর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তো জানিয়েই দিয়েছিলেন দুজনের মুখ দেখাদেখিও রীতিমতো বন্ধ। তা প্রকাশ্যে আসে গেল বছর বিশ্বকাপের আগে। সাকিব তামিমের সাক্ষাৎকার আর ভিডিওবার্তায় দুজনের দূরত্বটা সামনে চলে আসে একেবারে। 

এরপর বিপিএলের গ্রুপ পর্বে দুজন আবারও মুখোমুখি হলেন যখন, তখন আরও একবার দ্বন্দ্বটা সামনে এল। তামিমকে আউট করে সাকিব উদযাপন করলেন। এরপর সাকিব যখন আউট হলেন, তামিম সে উদযাপন মুখ বাঁকিয়ে নকল করে ‘জবাব’ দিলেন। 

তবে ফাইনালের পর সব ভুলে সাকিবের প্রসংশাই করলেন। বিপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত সাকিবের পারফর্ম্যান্স মূল্যায়ন করে বললেন, ‘সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে।’

তবে এরপরই জানালেন, টুর্নামেন্টে দেশীয় কার পারফর্ম্যান্স মনে ধরেছে, তার সেরা দুইয়ে থাকবেন অন্য দু’জন। কারা তারা? তামিম বললেন, ‘শরীফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল। দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।’

খেলার দুনিয়া | ফলো করুন :