অজিদের অল্পতে থামিয়ে জয়ের স্বপ্ন জিইয়ে রেখেছে কিউইরা
২০৪ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই হিসেবে দ্বিতীয় ইনিংসে বেশ লাগামই টেনেছে নিউজিল্যান্ড। সফরকারীদের ১৬৪ রানে আটকে দিলে স্বাগতিকদের সামনে টার্গেট দাঁড়ায় ৩৬৯ রানের। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১১১ রান জমা করেছে স্বাগতিকরা। ওয়েলিংটন টেস্টে জয় থেকে এখনও ২৫৮ রান দূরে থাকলেও শেষ দুই দিনে কিউইদের জয়ের স্বপ্নটা জিইয়ে রেখেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল জুটি।
অথচ, এদিনও বড় লক্ষ্য তাড়া করতে নেমে হুঁচট খেয়েছিল কিউইরা। প্রথম তিন ব্যাটার তেমন প্রতিরোধই গড়তে পারেনি। কিউইরা ৫৯ রানে হারায় তিন উইকেট। দল যখন ভয়াবহ বিপদে। তৃতীয় দিনেই শঙ্কা ঝেঁকে বসেছে হারের। তখন দায়িত্বটা নিয়েছেন রবীন্দ্র। ড্যারিল মিচেলও তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন।
চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে স্কোরবোর্ডে জমা করেন আরও ৫২ রান। দিনটা শেষ করে আসেন আর কোনো উইকেট না হারিয়ে তাতেই জিইয়ে আছে ওয়েলিংটন টেস্ট জয়ের স্বপ্নটা। যদিও লক্ষ্যটা অনেক বেশি হওয়ায় দীর্ঘ সেই পথটা পাড়ি দেওয়া বেশ কঠিনই বটে।
চতুর্থ দিনে জয়ের স্বপ্ন নিয়ে ব্যাট করতে নামবেন ৫৬ রানে থাকা রবীন্দ্র। অন্যদিকে ৬৩ বলে ১২ রানে থাকা মিচেল নামবেন তাকে সঙ্গ দিতে। চতুর্থ দিনে তাদের ওপরই অনেকটা নির্ভর করবে ওয়েলিংটন টেস্টের ভাগ্য।
এর আগে অবশ্য, এদিন ৮ উইকেট হাতে নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া খুব একটা সুবিধা করতে পারেনি। অজিদের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে আগের দিন নাইট ওয়াচ ম্যান হিসেবে উইকেটে আসা নাথান লিয়ন। গ্লেন ফিলিপস একই তুলেছেন অজিদের পাঁচ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮৩; (গ্রিন ১৭৪*, মার্শ ৪০; হেনরি ৫/৭০)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৭৯; (ফিলিপস ৭১, হেনরি ৪২; লায়ন ৪/৪৩)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৬৪; (লায়ন ৪১, গ্রিন ৩৪; ফিলিপস ৫/৪৫, হেনরি ৩/৩৬)
নিউজিল্যান্ড ২য় ইনিংস*: ১১১/৩; (রাচিন ৫৬*, লায়ন ২/২৭)