তামিম পেলেন ১৫ লাখ, বাকিরা কে কত
শেষ হলো ২০২৪ বিপিএলের আসর। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা তুলে নিল তামিম ইকবারের দল ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলা উপহার দিয়েছে বরিশাল দল। বিশেষ করে অধিনায়ক তামিম।
এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ব্যক্তিগত অর্জনের পাল্লাটা বাকিদের চেয়ে একটু বেশি ভারি তার।
সবকিছু মিলিয়ে এবারের বিপিএলে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সেরা হয়েছেন এবং যত টাকা প্রাইজমানি পেয়েছেন যারাঃ
ম্যান অব দা টুর্নামেন্ট:
তামিম ইকবাল (১৫ ম্যাচে ৩ ফিফটিসহ ৪৯২ রান), ১০ লাখ টাকা
ম্যান অব দা ফাইনাল:
কাইল মায়ার্স (২৬ রানে ১ উইকেট ও ৩০ বলে ৪৬ রান), ৫ লাখ টাকা
সর্বোচ্চ রান:
তামিম ইকবাল (১৫ ম্যাচে ৩ ফিফটিসহ ৪৯২ রান), ৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট:
শরিফুল ইসলাম (১২ ম্যাচে ২২ উইকেট), ৫ লাখ টাকা
সেরা ফিল্ডার:
মোহাম্মদ নাইম শেখ (১২ ম্যাচে ৮ ক্যাচ), ৩ লাখ টাকা
চ্যাম্পিয়ন:
ফরচুন বরিশাল, ২ কোটি টাকা
রানার্স-আপ:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১ কোটি টাকা