প্রীতির জোড়া হাসিতে বাংলাদেশের শুরু
সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট মানেই যেন বাংলাদেশের মেয়েদের দাপট। সেই ধারা নেপালেও বজায় রেখেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। কদিন আগে ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ঘরে তোলার পর এবার অনূর্ধ্ব-১৬ নারী সাফ শিরোপার দিকেও হাত বাড়িয়েছে বাংলাদেশ দল। আয়োজক নেপালকে তাদের মাটিতে ২-০ গোলে হারিয়ে শুরু করেছে টুর্নামেন্ট।
আর এ জয়ে টুর্নামেন্টের ফাইনালের পথেও এগিয়ে গিয়েছে বাংলাদেশ। কেননা, টুর্নামেন্টে চারটি দল অংশ নেওয়ায় জয় দিয়ে আসর শুরু করা মানে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকা। আর সেই কাজটিই বেশ দক্ষতার সঙ্গে করে দেখিয়েছেন টিটুর শিষ্যরা। দারুণ জয়ে কাঠমান্ডুতে উড়িয়েছেন লাল-সবুজের পতাকা।
এদিন অবশ্য ম্যাচের প্রথমার্ধেই দুই গোল পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশি ফুটবলাররা শৈল্পিক পাসে নেপালের রক্ষণে ডুকে পড়লে তা দারুণ দক্ষতায় জালে জড়ান সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের মুমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ। এরপর ফের আক্রমণে উঠলে তা সামাল দিতে ভুল করে বসে নেপাল। পেনাল্টি পায় বাংলাদেশ। দলের ব্যবধান ২-০ করতে ভুল করেননি প্রীতি।
এরপর দ্বিতীয়ার্ধে গোল হজম করা থেকে বাঁচতে নিজেদের পরিকল্পনায় বদল আনে নেপাল। বাড়তি রক্ষণ এনে গোল পোস্টে কড়া পাহারা বসায়। তাদের সেই পরিকল্পনা কাজেও এসেছে বেশ। দ্বিতীয়ার্ধে একাধিকবার আক্রমণে গিয়েও আর জালের দেখা পায়নি বাংলাদেশ। তাই ব্যবধানটা আর না বাড়লেও জয় পেতে অসুবিধা হয়নি বাংলাদেশের।
আগামী ৫ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত। কদিন আগেই যাদের সঙ্গে শিরোপা ভাগ করতে হয়েছে অনূর্ধ্ব-১৭ দলকে। ভারতের এই দলটিও বেশ শক্তিশালী। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের জালে ৭ গোল দিয়েছে তারা। তাই ভারতের বিপক্ষে নামার আগে সতর্ক থাকতেই হচ্ছে বাংলাদেশকে।