আলিসের স্বপ্নভঙ্গ, শ্রীলঙ্কা সিরিজের দলে জাকের
বিপিএলের মাঝ পথে লঙ্কান সিরিজের স্কোয়াড ঘোষণার পর একরকম ক্ষোভ ঝেড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দারুণ পারফর্ম করা জাকের আলী অনিক; কেন নেই দলে? নির্বাচকদের উদ্দেশে সেই প্রশ্নও ছুড়ে দিয়েছিলেন তিনি। সেই জাকের অবশেষে ফিরেছেন লঙ্কা সিরিজের দলে। তবে তার এই ফেরাতে কপাল পুড়েছে বিপিএলে তারই সতীর্থ আলিস আল ইসলামের। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া এই স্পিনার।
বিষয়টি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আলিসের বাদ পড়ার কারণ হিসেবে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লার হয়ে খেলার সময় ডান আঙুলে চোট পেয়েছেন আলিস। যা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ‘আলিসের একটি এমআরআই করা হয়েছে। তাতে দেখা যায় তার ডান মধ্যম আঙুলের এমসিপি জয়েন্ট লিগামেন্ট মচকে গিয়েছে এবং ফোলে গেছে। যা সারিয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। যার ফলে এই সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।’
সদ্য শেষ হওয়া বিপিএলে আলিস আলোচনায় এসেছেন মূলত, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে। এরপরই জাতীয় দলে জায়গা হয় তার। যদিও পরের ৬ ম্যাচে মাত্র ৪টি উইকেট নিয়েছেন আলিস।
মূলত, আলিস একজন অফ স্পিনার। স্বাভাবিকভাবেই তাই তার বিকল্প হিসেবে অন্য আরেকজন স্পিনারকে বেছে নেওয়ার কথা নির্বাচকদের। তবে সে পথে হাঁটেনি বিসিবির নতুন নির্বাচক প্যানেল। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকে উইকেটরক্ষক ব্যাটার জাকেরকে। যার মূল কাজটা মূলত লোয়ার অর্ডারে ফিনিশার হিসেবে দ্রুত রান তোলা।
এবারের বিপিএলে জাকের কুমিল্লার হয়ে বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। যেখানে ৯৯.৫ গড়ে ১৪১ স্ট্রাইক রেটে এই ব্যাটার রান করেছেন মোট ১৯৯। যার সুবাদেই তাকে জাতীয় দলে ডাকে নির্বাচকরা।
আলিসের বদলি স্পিনার না নিয়ে জাকেরকে দলে রাখা নিয়ে নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘আলিস ছাড়াও, টি-টোয়েন্টি স্কোয়াডে আমাদের আরও তিনজন ফ্রন্টলাইন স্পিনার আছে রিশাদ হোসেন, তাইজুল ইসলাম এবং শেখ মাহেদী। তাই আমাদের মনে হয়েছে আলিসের জায়গায় অন্য একজন স্পিনার যোগ না করে, জাকির আলীর মতো কাউকে অন্তর্ভুক্ত করলে দলের ভারসাম্য আরও ভালো হবে। যিনি মিডল বা লোয়ার-মিডল অর্ডারকে শক্তিশালী করতে পারেন এবং ফিনিশার হিসেবে কাজ করতে পারেন।’
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, আনামুল হক বিজয়, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শাক মাহেদী হাসান, মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকির আলী অনিক।