তামিমের নেতৃত্বে সাকিব, বিপিএলের সেরা একাদশে যারা
জমজমাট ফাইনালের মধ্যে দিয়ে গত ১ মার্চ, শুক্রবার পর্দা নেমেছে দশম বিপিএলের। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। সর্বোচ্চ রান সংগ্রাহক ও আসর সেরার পুরস্কার জিতেছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এর বাইরেও দলটির বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন সদ্য শেষ হওয়া বিপিএলের সেরা একাদশে।
বিপিএলে পারফর্ম করা সেই ১১ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। যেখানে চ্যাম্পিয়ন বরিশাল থেকেই সর্বোচ্চ ৪ ক্রিকেটারের জায়গা হয়েছে এই ১১ জনের তালিকায়। যার নেতৃত্বেও থাকবেন বরিশালকে প্রথমবারের মতো শিরোপা জেতানো অধিনায়ক তামিম ইকবাল।
এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন রংপুর রাইডার্স থেকে। দু’জন জায়গা পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে। বাকি ১ জন করে সুযোগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা থেকে। তবে এই তালিকায় জায়গা হয়নি সিলেট ও খুলনার কোনো ক্রিকেটারের।
সদ্য শেষ হওয়া এবারের বিপিএলে ১৫ ইনিংসে ৩৫. ১৪ গড় ও ১২৭.১৩ স্ট্রাইক রেটে মোট ৪৯২ রান করেছেন তামিম। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। একইসঙ্গে দলকে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা রাখায় তার কাঁধেই নেতৃত্বের ভার ছেড়েছে ক্রিকইনফো। ওপেনিংয়ে তামিমের সঙ্গী আরেক তামিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা তানজিদ হাসান তামিম জায়গা করে নিয়েছেন এবারের বিপিএলের সেরা একাদশেও।
এবারের বিপিএলে একটি সেঞ্চুরিসহ ১২ ম্যাচে ৩২ গড় ও ১৩৫.৬৮ স্ট্রাইকরেটে ৩৮৪ রান করেছেন তানজিদ। রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান তালিকার চার নম্বরে। ব্যাটিংয়ে তৃতীয় স্থানটা পাচ্ছেন কুমিল্লাকে ফাইনালে তোলা তাওহীদ হৃদয়। রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে এই ব্যাটারের। ১৪ ম্যাচে প্রায় দেড়শ ছুঁইছুঁই স্ট্রাইকরেট ও ৩৮.৫ গড়ে ৪৬২ রান করেছেন হৃদয়। এবারের বিপিএলে একটি সেঞ্চুরিও রয়েছে তার।
বিপিএলে মাত্র ৬টি ইনিংস খেললেও টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পেতে অসুবিধা হয়নি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে ব্যাটার বাবরকে রেখেছে ক্রিকইনফো। রংপুরের হয়ে ৬ ম্যাচে তার রান ২৫১। রংপুরের আরেক ক্রিকেটার জেমি নিশাম জায়গা করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডারের তালিকায়। সাত ম্যাচে ১৬৭.২৪ স্ট্রাইকরেটে তার রান ২৯১।
এই দলে উইকেটকিপারের ভূমিকায় থাকছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে। গ্লাভস হাতে দক্ষতার সঙ্গে বরিশালের হয়ে ১০ ইনিংসে ২৯৪ রান করেছেন মুশফিক। দলে পরের জায়গাটি বরিশালের তারকা অলরাউন্ডার ও ফাইনাল জয়ের নায়ক কাইল মায়ার্সের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বেশ সারা ফেলেছেন তিনি। ৬ ম্যাচে তার শিকার ৯ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ২৪৩ রান করেছেন এই অলরাউন্ডার। যেখানে তার স্ট্রাইকরেট ১৫৭.৭৯।
ব্যাট হাতে শেষ দিকে দারুণ ক্রিকেট খেললেও মূলত, স্পিনার হিসেবেই সাকিব আল হাসানকে একাদশে রেখেছে ক্রিকইনফো। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছেন সাকিব। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৫৫ রান। যার সুবাদে তামিমের নেতৃত্বে একাদশে জায়গা হয়েছে তার।
একাদশের বাকি তিনটি স্থান পেসারদের জন্য বরাদ্ধ। যেখানে সাইফউদ্দিনের সঙ্গে জায়গা হয়েছে বেলাল খান ও শরিফুল ইসলামের। টুর্নামেন্টে দুর্দান্ত ঢাকার হয়ে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন পেসার শরিফুল। তার সঙ্গে একাদশে জায়গা পাওয়া বেলাল খান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে ৯ ম্যাচে ১৫ উইকেট তুলেছেন সাইফউদ্দিনও। দু’জনেই আছেন উইকেট তোলাদের তালিকায় চার ও পাঁচ নম্বরে।
ইএসপিএনক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, বাবর আজম, জেমস নিশাম, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, বিলাল খান, শরিফুল ইসলাম।