‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যাতে শক্তিশালী না হয় সেই চেষ্টা চলছে’

‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যাতে শক্তিশালী না হয় সেই চেষ্টা চলছে’

বিশ্বকাপের প্রথম দুটি আসরের শিরোপা ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটিই কিনা সবশেষ ভারত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্ব ব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো এই দলটির ক্রিকেটাররা নিশ্চিত করতে পারেনি সবশেষ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও।

যা প্রমাণ করে কতটা নিন্মগামী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ভবিষ্যৎ। যা নিয়েই কথা বলেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান এই অবস্থার জন্য তিনি দায়ী করেছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অবস্থার জন্য আইসিসিকে দায়ী করে তিনি বলেন, ‘সবাই ভাবে বিশ্ব ক্রিকেট একটা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকে দেখতে চায়। কিন্তু কেউ এটা জানে না, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সব রকম চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আর শক্তিশালী না হতে পারে। আমাদের ক্রিকেটকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে।’

এই পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া যাবে তা নিয়ে গ্রেভ বলেন, ‘আপনি যদি সত্যিই একটি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল চান তবে এটি করা কঠিন হবে না। আমরা আইসিসির কাছে যা টাকা পাই তাতে দেশের ক্রিকেটের উন্নতি হতে পারে না। আমাদের লভ্যাংশ ৭ শতাংশ থেকে কমে ৫ শতাংশে পৌঁছেছে। কী ভাবে ক্রিকেট চালাব আমরা?’

সম্পর্কিত খবর